১৩ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

আজ ১৩ এপ্রিল ২০১৯, শনিবার। ৩০ চৈত্র ১৪২৫। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৩ তম দিন। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমী স্থাপিত হয়।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৩ - গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালায়, যা 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড' নামে পরিচিত।

১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।

১৯৭৫ - লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।

১৯৭৫ - বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

 

জন্ম:

১৫৭০ - গায় ফাওকেস, তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও বারুদ চক্রান্ত পরিকল্পনাকারী।

১৭৪৩ - টমাস জেফারসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

১৯০৬ - স্যামুয়েল বেকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও নির্দেশক।

১৯২২ - জুলিয়াস নয়েরেরে, তিনি ছিলেন তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৩৯ - শেমাস্ হীনি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার।

১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।

১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।

১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৫০ - রন পেরলমান, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬০ - রুডি ফোলার, তিনি সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৬৩ - গ্যারি কিমোভিচ কাসপারভ, তিনি দাবা গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন।

১৯৭৮ - কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, তিনি চিলির ফুটবলার।

১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

 

মৃত্যু:

১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।

১৮৮২ - ব্রুনো বাউয়ের, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।

১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।

১৯৫৬ - এমিল নল্ডে, তিনি ছিলেন ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৬৬ - জর্জ দুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।

২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, তিনি ছিলেন উরুগুয়ের সাংবাদিক ও লেখক।

২০১৫ - গুন্টার গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...