১২ জুন: এক নজরে তারিখের ইতিহাস

আজ ১২ জুন ২০১৯, বুধবার। ২৮ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

 

১৪৪২ - রাজা পঞ্চম আলফনসো নেপলস দখল করেন।

 

১৫৪০ - দক্ষিণ আমেরিকার পুর্বাঞ্চলীয় দেশ চিলি স্পেনীয় উপনিবেশবাদীদের দখলে চলে যায়।

 

১৬৩৯ - ফ্রান্সের নুরমান্দি প্রদেশের দরিদ্র লোকজন আন্দোলন শুরু করে।

 

১৬৬৫ - নিউ আমস্টারডামের নাম বদলে 'নিউ ইয়র্ক' রাখা হয়।

 

১৭১৪ - প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে।

 

১৮৩৭ - উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম 'বৈদ্যুতিক টেলিগ্রাফ' পেটেন্ট করেন।

 

১৮৩৯ - আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়।

 

১৮৬৭ - অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য গঠিত হয়।

 

১৮৯৭ - কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা।

 

১৮৯৮ - ফিলিপাইন স্বাধীন হয়।

 

১৯৪৪ - বিশ্বের প্রথম 'ভি-১' ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়।

 

১৯৬৪ - রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

 

১৯৭২ - প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডি.ডি তেন্ডুলকারের মৃত্যু।

 

১৯৭৮ - বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমানের শপথগ্রহণ।

 

১৯৮২ - পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

১৯৯১ - রাশিয়া ফেডারেশনের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

১৯৯৩ - কম্বোডিয়া বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র সাম্বেডিয়ার জন্ম।

 

১৯৯৮ - পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ।

 

২০০২ - আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) উদ্যোগে প্রথম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি পালিত হয়।

 

জন্ম:

 

১৮৬০ - আইনজ্ঞ স্যার আশুতোষ চৌধুরী।

 

১৯২৪ - জর্জ এইচ. ডব্লিউ. বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি।

 

১৯২৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বর্বরতার শিকার দিনলিপি(Diary) লেখিকা আনা ফ্রাংক।

 

১৯৫৭ - জাভেদ মিয়াঁদাদ, পাকিস্তানী ক্রিকেটার।

 

১৯৬৪ - আমেরিকান অভিনেত্রী পাওলা মার্শাল।

 

মৃত্যু:

 

১৭৫৯ - ইংরেজ কবি উইলিয়াম কলিন্স।

 

১৯৮৬ - কবি অমিয় চক্রবর্তী।

 

২০০৩ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।

 

দিবস:

 

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

 

বিশ্ব রক্তদাতা দিবস

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...