ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।
আজ ১২ এপ্রিল ২০১৯, শুক্রবার। ২৯ চৈত্র ১৪২৫। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০২ তম দিন। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১২০৪ - ক্রুসেড বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।
১৫৩১ - এসমল কালদিক নামে জার্মান প্রটেস্টটানদের মধ্যে সামরিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি হয়।
১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৮০১ - উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
১৮৬১ - আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫)আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
১৮৬৭ - জাপানী সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।
১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
১৯৩২ - স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ - বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
জন্ম:
১৮২২ - হেনরি পিয়ারসন, ইংরেজি সঙ্গীত স্রষ্টা।
১৮২৩ - আলেকজান্ডার অস্ট্রভস্কাই, রাশিয়ান নাট্যকার ও অনুবাদক।
১৮৫২ - ফেরডিনান্ড ভন লিন্ডেমান, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৮৭৫ - বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত।
১৯৮৪ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ।
১৮৮৫ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ ও লেখক।
১৯০৩ - জান টিনবারগেন, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ অর্থনীতিবিদ।
১৯১৭ - হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক।
১৯১৭ - বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।
১৯৩৩ - মন্টসেরাট কাবালে, স্প্যানিশ অভিনেত্রী।
১৯৪০ - এই দিনে হার্বি হ্যানকক, আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৭ - ডেভিড লেটারম্যান, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টক শো হোস্ট।
১৯৫৬ - অ্যান্ডি গার্সিয়া, তিনি কিউবান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
১৯৭৯ - জেনিফার মরিসন, আমেরিকান অভিনেত্রী।
১৯৮৭ - ব্রুকলিন ডেকার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
১৯৮৮ - রিকার্দো গাব্রিয়েল আলবারেস, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৫৪- সফদার হাশমি, নাট্যশিল্পী-লেখক।
মৃত্যু:
০২৩৮ - দ্বিতীয় গরডিয়ান, রোমান সম্রাট।
১৭৮২ - মেটাস্টাসিও, ইতালিয়ান কবি।
১৮১৭ - চার্লস মেসিয়ের, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৮১ - জো লুইস, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা।
২০১২ - লিন্ডা কুক, তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী।
২০১২- মোহিত চট্টোপাধ্যায়, কবি-সাহিত্যিক-নাট্যকার।