অস্কার মঞ্চে ইতিহাস গড়ল 'প্যারাসাইট'

 

অস্কারের মঞ্চে এবারে তৈরী হল ইতিহাস। হলিউডের সমস্ত সিনেমাকে পেছনে ফেলে দিয়ে অস্কারের সেরা ছবি হিসেবে নিজের জায়গা করে নিল সাউথ কোরিয়ার ছবি 'প্যারাসাইট'। তবে চলতি ধারা অনুযায়ী ভেনিস, বার্লিন এবং কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে আলোচিত ছবি প্যারাসাইট সকলের মনেই আশা জাগিয়েছিল এবারের অস্কার জেতার ব্যাপারে। সেই আশায় বাস্তবায়িত হল সেরা ছবির ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে।

                      শুধুমাত্র সেরা ছবিই নয়, মোট ৪টি পুরস্কার জিতে নিয়েছে প্যারাসাইট। একাধারে সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পরিচালক, সেরা বিদেশি ছবির অস্কার সহ মূল পুরস্কার অর্থাৎ সেরা চলচ্চিত্রের পুরস্কারটিও পকেটে পুরে ফেলল প্যারাসাইট। পরিচালক 'বং জন হু' তাঁর ছবিতে গল্প বলেছেন চার সদস্যের একটি পরিবারের। দারিদ্র সীমার নিচে বাস করা এই পরিবারটির ছোট ছেলে এবং মেয়েটি ভালোভাবে থাকার জন্য বড়লোক বাড়ির বাচ্চাদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে শুরু করে, সেখানে প্রতিনিয়ত যাওয়া-আসা করতে করতে তাদের মনে হয়, তারা যেন বাড়ির চাইতে টিউশনের বাড়িতেই ভাল থাকছে, কারণ সেখানে সুযোগ-সুবিধে অনেক বেশি। এভাবে চলতে চলতে তারা কোনদিকে মোড় নেবে, তাই এই ছবির গল্প।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যাঁরা পুরস্কার পেয়েছেন-

শ্রেষ্ঠ অভিনেতা

  জোয়াকিন ফোনিক্স,(জোকার)

শ্রেষ্ঠ অভিনেত্রী

  রেনে জেলউইগার (জুডি)

শ্রেষ্ঠ পরিচালক

 বং জুন হু (প্যারাডাইস)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা

 ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী

 লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)

শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য

 প্যারাসাইট

শ্রেষ্ঠ অভিযোজিত চিত্রনাট্য

  জোজো রাবিট

শ্রেষ্ঠ অ্যানিমেটেড পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র

  টয় স্টোরি ফোর

শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্প দৈৰ্ঘ্যের চলচ্চিত্র

 হেয়ার লাভ

শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্প দৈৰ্ঘ্যের চলচ্চিত্র

 দ্য নেইবার্স উইন্ডো

শ্রেষ্ঠ মৌলিক সংগীত

 এলটন জন এবং বার্নি তৌপিন

 

এর 'লাভ মি এগেইন' (রকেটম্যান)

শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন

 ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

শ্রেষ্ঠ চিত্রগ্রহণ

 ১৯১৭

শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা

 লিটল উওমেন

শ্রেষ্ঠ মেক আপ এবং হেয়ার স্টাইলিং

 বম্বশেল

শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্র

 আমেরিকান ফ্যাক্টরি

শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র

 লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন (ইফ ইউ আর আ গার্ল)

শ্রেষ্ঠ সাউন্ড এডিটিং

 ফোর্ড ভি ফেরারি

শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং

 ১৯১৭

শ্রেষ্ঠ চলচ্চিত্রে সম্পাদনা

 ফোর্ড ভি ফেরারি

শ্রেষ্ঠ ভিস্যুয়াল এফেক্টস

 ১৯১৭

শ্রেষ্ঠ ছবি এবং শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র

 প্যারাসাইট

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...