ইতিহাস তৈরি করল ভারতীয় সাইক্লিস্টরা

স্বাধীনতা দিবসের শুভদিনে আবারও ইতিহাস তৈরি হল ভারতীয় ক্রীড়াক্ষেত্রে। জার্মানির ফ্র্যাঙ্কফার্টে বিশ্ব যুব ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে দলগত স্প্রিন্ট বিভাগে সোনা জিতল ভারতীয় যুব দল। আর তারই সাথে ক্রীড়াক্ষেত্রে নয়া একটি পালক যুক্ত হল ভারতের এর আগে বিশ্বের কোনও সাইক্লিং প্রতিযোগীতায় ভারত সাফল্যের মুখ দেখেনি, আর এই প্রথম এরকম একটি ইভেন্টে একেবারে সোনার মুখ দেখল ভারতীয় দল।

আর এই কৃত্বিত্ব অর্জন করেছে ভারতের চার সাইক্লিস্ট এসৌ আলবেন, রোনাল্ডো সিং, জেমস সিং রোজিত সিং। বৃহস্পতিবার ফাইনালে তারা অস্ট্রেলিয়া দলকে হারায় ৪৪.৬৮১ সেকেন্ডের পার্থক্যে। তৃতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন

কিন্তু ফাইনালে ভারতীয় দলের শুরুটা খারাপই ছিল। তিন রাউন্ডের ফাইনালের প্রথম রাউন্ডে .২৪৪ সেকেন্ডে পিছিয়ে থাকে তারা। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে তারা। ব্যবধান কমিয়ে .০৩০ সেকেন্ডে নামিয়ে আনে ভারতীয় দল। আর অন্তিম রাউন্ডে একেবারে দুর্ধর্ষ পারফর্ম করে সোনার পদক ছিনিয়ে আনে তারা। 

আর ভারতের দামাল ছেলেদের এই সাফল্যকে কূর্ণিশ জানাল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া। নিজেদের টুইটার পেজে তারা শুভেচ্ছা জানায় এই চারজনকে। আর এই মুহুর্তে জুনিয়র ্যাঙ্কিং- দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, একেবারে শীর্ষে রয়েছে মালয়েশিয়া।

এটা শেয়ার করতে পারো

...

Loading...