বাংলাদেশের প্রথম দুর্গা পুজো হয়েছিল রাজশাহীতে

এপার বাংলা হোক বা ওপার বাংলা উৎসব মানেই দুর্গা পুজো। দুই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল দুর্গাৎসব। মার্কন্ডেয় পুরাণ অনুযায়ী, রাজা সুরথ সর্বপ্রথম মা দুর্গার পুজো করেছিলেন এপার বাংলার গড় জঙ্গলে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও শুরু হয়েছিল দুর্গা পুজো। বাংলাদেশে প্রথম দুর্গা পুজো হয়েছিল রাজশাহীতে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাজশাহীর তাহেরপুর এলাকার রাজা কংস নারায়ণ প্রথম দুর্গা পুজো করেছিলেন। অন্য রাজা ও প্রজাদের মধ্যে নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য তিনি দুর্গা পুজো করা শুরু করেছিলেন। সেই বছর তিনি দুর্গা পুজো উদযাপন করার জন্য প্রায় ৮ লাখ টাকা খরচ করেছিলেন। অন্যদিকে তাকে টক্কর দিতে ভাদুরিয়ার রাজা জগৎ নারায়ণ আরও টাকা খরচা করে দুর্গা পুজো উদযাপন করেছিল। প্রায় ৯ লাখ টাকা খরচ করেছিলেন তিনি। সেই সময় থেকেই রাজধানী ঢাকায় অনেক জাঁকজমকপূর্ণ ভাবে দুর্গা পুজোর উদযাপন করা হত যা আজও অব্যাহত। জানা যায়, ১৮৩০ সালে পুরান ঢাকার সুত্রাপুর এলাকার ব্যবসায়ী নন্দলাল বাবু তার বাড়িতে সবচেয়ে বড় দুর্গা করেছিল। যদিও কত টাকা খরচ হয়েছিল তা জানা যায়নি।

কথায় আছে, ঢাকা শহরের নামকরণের উৎসও ছিল একটি দুর্গা মন্দির। বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই ঢাকা নামটি এসেছে। দেবী ঢাকেশ্বরী হল মা দুর্গারই আরেক রূপ। তবে ঢাকেশ্বরী মন্দিরের পাশাপাশি ঢাকা শহরের আশপাশেও বহু জনপ্রিয় দুর্গা পুজো হয়ে। যার মধ্যে অন্যতম হল সিদ্ধেশ্বরী কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, রমনা কালীবাড়ি, ঢাকা জগন্নাথ হল, কলাবাগান, উত্তরা ও বনানী। ঢাকা ছাড়া চট্টগ্ৰামের রাজাপুকুর লেন, দক্ষিণ নালাপাড়া, টেরিবাজার, হাজারি লেন, আগ্ৰাবাদের একতা গোষ্ঠীর পুজো এখন খুব বিখ্যাত। বাংলাদেশের মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে প্রায় ৩০০ বছর ধরে একটি আশ্চর্য নিয়ম মেনে দুর্গা পুজো করা হয়। এখানে দুর্গা মূর্তির রং হয়ে লাল। দুর্গা পুজোর সময় দেশ ও বিদেশের বহু মানুষ আসেন এই পুজো দেখতে।

প্রাচীন বাংলাদেশে দুর্গা পুজোর সময় দর্শণার্থীদের বিনোদনের জন্য কীর্তন, যাত্রাপালা, কবিয়াল গান ও পালাগানের অনুষ্ঠান করার প্রচলন ছিল। ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পরেও এই ধারা অব্যাহত থেকেছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত সব দুর্গা মন্ডপের এই ধরনের অনুষ্ঠান চলতো। যেখানে সমাজের সকল জাতি ও ধর্মের মানুষরা আসতেন। ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের বিভিন্ন চা বাগান ও সিলেটে বেশ কিছু অঞ্চলে গানের আসর বসতো। কিন্তু আজকের যুগে এই সংস্কৃতি প্রায় হারিয়ে গিয়েছে।

সেই সময় শুধু মাত্র ধনী ও অভিজাত হিন্দু পরিবারগুলোই দুর্গা পুজো আয়োজন ও উদযাপন করতো‌। কিন্তু এখন সব ধর্ম নির্বিশেষে দুর্গা পুজো উদযাপন করা হয় বাংলাদেশে। পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালির বাস রয়েছে সেখানেই উদযাপন করা হয় দুর্গা পুজো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...