বুধবার সকালবেলাতেই পাওয়া গেল একটা গর্বের খবর। ফের একটি সোনা এল ভারতের ঝুলিতে৷ তবে, আর পুরুষ নয়, ভারতকে গর্ব করতে এগিয়ে এল মহিলা দল। এশিয়ান গেমসের চতুর্থ দিনে মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে রুপোর পরে এ বার সোনা জয় মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ানের। তাঁদের দলগত পয়েন্ট ছিল ১৭৫৯। চিনের হাংঝাউতে এশিয়ান গেমসের সমস্ত ইভেন্ট আয়োজন করা হয়েছে।
এই প্রতিযোগিতায় দু’টি বিভাগ থাকে। র্যাপিড ও প্রিসিশন। তিনটি রাউন্ডে হয় খেলা। নিজের তিন রাউন্ডে ৯৯, ৯৯ এবং ১৯৮ স্কোর করে দলের সোনা জয় নিশ্চিত করে দেন মনু। খেলার উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে, হাড্ডাহাড্ডি লড়াই, সেখান থেকেই জিতে নিল ভারত।
ভারতের তিন প্রতিযোগী মিলে প্রথম র্যাপিড রাউন্ডে মোট স্কোর করেন ২৯৫। দ্বিতীয় রাউন্ডেও ২৯৫ স্কোর করে ভারত। তৃতীয় রাউন্ডে স্কোর হয় ২৯৩।
অন্যদিকে প্রিসিশন বিভাগে প্রথম রাউন্ডে ভারতের স্কোর ২৯২। দ্বিতীয় রাউন্ডে স্কোর ২৯০। তৃতীয় রাউন্ডে ভারতের তিন মহিলা প্রতিযোগীর মোট স্কোর ২৯৪।
এদিকে, চিন দল ১৭৫৬- পয়েন্ট লাভ করে রুপোর পদক জিতে নিয়েছে। দক্ষিণ কোরিয়ার শ্যুটাররা ১৭৪২- র স্কোর নিয়ে তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে৷
অন্যদিকে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে রুপো জেতে ভারত৷ অশি চৌকসি, মানিনি কৌশিক এবং সিফট কৌর সামরা দলগত ভাবে মোট ১৭৬৪ পয়েন্ট শ্যুট করে পোডিয়ামে দ্বিতীয় স্থান পান৷ তবে, এখানে চিন সোনা ছিঁনিয়ে নেয় মোট ১৭৭৩ স্কোর করে। তৃতীয় স্থানে মোট ১৭৫৬ স্কোর করে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া দল।
শুটিংয়ে মহিলা দলে সোনা ও রুপো জেতায় মোট ১৬টি পদক জিতে নিল ভারত। এর আগে ঝুলিতে সোনা এশেচভহে বিভিন্ন ইভেন্ট থেকে যেমন ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিম। আর এবার মানুরা শুটিংয়ে দেশকে আরও একটি সোনার পদক উপহার হিসেবে গর্ব করে তুললেন গোটা ভারতকে।