অপেক্ষার অবসান ঘটল! প্রাণপ্রতিষ্ঠা হল অযোধ্যার 'রামলালা'র

আজ ২২ জানুয়ারি। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আজ এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকল গোটা ভারত। মাহেন্দ্রক্ষণে রামের জন্মভূমিতে রামমন্দিরে ‘রামলালার’ প্রাণপ্রতিষ্ঠা হল।

মাত্র ৮৪ সেকেন্ড! তার মধ্যে সম্পন্ন হল অযোধ্যার রামমন্দিরে রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’। ওই বিশেষ সময়টুকুর নাম ‘অভিজিৎ মুহূর্ত’। এদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় মন্দিরের গর্ভগৃহে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, রাজ্যপাল আনন্দীবেন পটেল।

ramlala 2

সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে সেই ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হয়।  এই পবিত্র মুহূর্তটি স্থায়ী ছিল ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন ভারতের প্রধানমন্ত্রী।

ramlala 3

এই ঐতিহাসিক দিনে একদিকে যেমন সানাইয়ের সুর। অন্যদিকে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি । সবকিছু মিলিয়ে সফলভাবে প্রাণপ্রতিষ্ঠা হল শিশু রামের। রামলালার চারপাশে ঘুরে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী। তারপর আরতির মাধ্যমে সম্পন্ন হয় রামলিলার প্রাণপতিষ্ঠা।

ramlala 4

জানা গিয়েছে যে রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঠিক ১১ দিন পর উপবাস ভাঙেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মন্দিরের বাইরে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জীবী, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, সচিন তেন্ডুলকর সহ দেশের প্রথমসারির বহু তারকারা।

ramlala 5

মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল থেকে মন্দির খুলে দেওয়া হবে সমস্ত সাধারণের জন্যে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...