অলিম্পিক্সে প্রথমবার ভারতীয় পুরুষ ও মহিলা দল যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ল ভারতীয় টেবল টেনিস!

টেবল টেনিসে ইতিহাস গড়ল ভারত। ভারতীয় টেবল টেনিসের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় পুরুষ ও মহিলা দুই দলই যোগ্যতা অর্জন করল অলিম্পিকের জন্য। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন শরথ কমল ও সুতীর্থা মুখোপাধ্যায়দের দল। 

জানা গিয়েছে সম্প্রতি টেবল টেনিস দল অংশ নিয়েছিল বুসানে আয়োজিত বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ।

সেখানে দেখা গিয়েছে যে গ্রুপ লিগে চিন, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডের কাছে হারলেও নিউ জিল্যান্ড ও চিলিকে হারিয়ে তিন নম্বরে শেষ করে প্লে অফে উঠেছিল সুতীর্থা মুখোপাধ্যায়দের দল। অন্যদিকে প্লে অফে কাজাকাস্তানকে ৩-০ হারিয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছিলেন শরত কমল-রা।

বুসানে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলে সরাসরি প্যারিসের টিকিট পেতে পারতেন ঐহিকা মুখোপাধ্যায়রা। তবে, প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের পুরুষ ও মহিলাদের দল হেরে যায়। তাই সকলের মনে একটা চিন্তা থেকে গিয়েছিল।

আন্তর্জাতিক টেবল টেনিস ফেডারেশনের তালিকা অনুযায়ী প্রথম ১৬টি দেশ সুযোগ পায় অলিম্পিক্সে। ফলে, সোমবার প্রকাশিত হওয়া র‍্যাঙ্কিং-য়ের ভিত্তিতে অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ভারত। সেখানে ভারতীয় পুরুষদের দলের র‍্যাঙ্কিং ছিল ১৫ এবং মহিলাদের দলের র‍্যাঙ্কিং ছিল ১৩। 

এছাড়া জানা গিয়েছে যে প্যারিস অলিম্পিক্সে টেবল টেনিস প্রতিযোগিতা হতে চলেছে মোট পাঁচটি বিভাগে। সেগুলি হল — পুরুষদের সিঙ্গলস বিভাগ, মহিলাদের সিঙ্গলস বিভাগ, মিক্সড ডবলস বিভাগ, পুরুষদের দলগত বিভাগ, মহিলাদের দলগত বিভাগ। অর্থাৎ ভারত এই প্রতিযোগিতায় পাঁচটি বিভাগেই প্রতিনিধিত্ব পাঠাচ্ছে।

কিন্তু ভারতীয় পুরুষ ও মহিলাদের দলের হয়ে সিঙ্গলস বিভাগে কারা প্রতিনিধিত্ব করবেন, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে টিটিএফআই সচিব জানিয়েছেন যে ১৮ জুন পর্যন্ত তাঁদের হাতে সময় আছে। তার আগেই জানতে পারবেন সিঙ্গলস বিভাগে কারা প্রতিনিধিত্ব করছেন।

ভারতীয় টেবল টেনিস ফেডারেশনের সচিব কমলেশ মেহতা এই বিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ভারতীয় টেবল টেনিসের এটা বিরাট প্রাপ্তি। বহু দিনের পরিশ্রমের ফল পেল সকলে। তিনি আরও জানান যে তিনি কোচ ও খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চান। কারণ তাঁরাই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছেন। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...