আমাদের বসুন্ধরা আজ প্রবল সঙ্কটে| প্রকৃতি মায়ের সন্তান হয়েও, মানুষ, দিনের পর দিন ধরণীর বক্ষদেশ থেকে নির্মুল করে চলেছে সহস্র বৃক্ষ। ইমারতের ভিড়ে হারিয়ে যাচ্ছে সুবজের আবরণ। যার ফলে ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করছে উষ্ণায়ন। চারিদিকে ছড়িয়ে পড়ছে জল সঙ্কট। সত্যি, কি নিষ্ঠুর এই মানবজাতি।
তবে আসন্ন সঙ্কটের আঁচ পেয়ে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করলেও তা যথেষ্ঠ না প্রকৃতির জন্য। তাই মানুষের কাছে উষ্ণায়ন রোধ করার আর্জি জানিয়ে, শিল্পী রাজু সুত্রধরের ভাবনায় সেজে উঠছে হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের পুজা মন্ডপ।
৫১ তম বর্ষে তাদের থিম “আমার থেকে নতুন জীবন সৃষ্টি মানেই আমি”। দীর্ঘ ৫০ বছর ধরে সাবেকি পুজো করার পর, এই প্রথম তাদের থিমে প্রবেশ। মন্ডপের পরিপ্রেক্ষিতে তৈরী হচ্ছে প্রতিমাও। প্রতিমা শিল্পী গোপাল পালের তুলির টানে সেজে উঠছে দশভুজার মৃন্ময়ী রূপ। তবে শুধু মন্ডপ ও প্রতিমা-ই নয়, থিম কে দর্শনার্থীদের কাছে আরও ফুটিয়ে তুলতে থাকছে থিম মিউজিকও।
দ্বিতীয়ায় উদ্বোধনের মাধ্যেমে শুরু হবে তাদের এবছরের শারদোৎসবের পথচলা। মহাষ্টমীতে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সকল দর্শনার্থীদের জন্য থাকছে মহাভোজের আয়োজন। দশমীতে সিঁদুর খেলা ও বিজয়া সম্মেলনীর মাধ্যমে বিদায় জানানো হবে উমাকে।