এশীয় ধোনিদের শীর্ষে হিন্দুজা গোষ্ঠী

এশিয়ার সর্বোচ্চ ধোনি ২০১৯ এর তালিকায় এবারে শীর্ষে উঠে এলেন ব্রিটেনেবসবাসকারী এনআরআই শিল্পপতি হিন্দুজা গোষ্ঠী তাদের মোট সম্পদের পরিমান ২৫.২ বিলিয়ন পাউন্ড যা ৩ বিলিয়ন পাউন্ড হিসেবে গত ১২ মাসে বৃদ্ধি পেয়ে এসেছে। সর্বোচ্চ এশীয় ধোনিদের তালিকায় এবারেও দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তাল এবং তার ছেলে আদিত্য মিটল যাদের মোট সম্পদের পরিমান ১১.২ বিলিয়ন পাউন্ড তৃতীয় স্থানে রয়েছেন এসপি লোহিয়া ৫৮০ কোটি পাউন্ড নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন তিনি। ২০১৮ সালে প্রকাশিত তালিকায় ৩৫ তম স্থানে অবস্থা করছিলেন নির্মল শেঠিয়া , এবছর ২৬৪ কোটি পাউন্ড নিয়ে চতুর্থ স্থানে পৌঁছে গেছেন তিনি। এশিয়ার সবচেয়ে ধনী বছরের তালিকায় প্রথম ১০ প্রথম জায়গা করে নিলেন নির্মল শেঠিয়া।

সম্প্রতি এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্টানে ২০১৯ এর সবচেয়ে ধোনি এশিয়ানদের তালিকা প্রকাশ করা হয়। কোন শিল্প গোষ্ঠী বা সংস্থা গত এক বছরে কতটা সাফল্য আর নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে গেল তার বিচারেই ১০১ জন ব্রিটেনে বসবাসকারী ধনীতম এশীয় শিল্পপতিদের নিয়ে প্রকাশিত হয় দ্য অ্যানুয়াল এশিয়ান রিচ লিস্ট এই তালিকার ২০ জনের ভিতর রয়েছেন যারা তাদের অনেকেই বাংলার সাথে জুড়ে আছেন। লক্ষ্মী মিত্তল, প্রকাশ লোহিয়া, নির্মল শেঠিয়ালর্ড স্বরাজ পল এই তালিকায় অন্যতম। এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্টানে দুইটি সম্মাননা গ্রহণ করেন হিন্দুজা গোষ্ঠী। সবচেয়ে ধোনির এবং বিশ্বপ্রেমী হিসেবেও পুরস্কার গ্রহণ করেন হিন্দুজা গোষ্ঠী প্রকাশিত তালিকা অনুযায় শিল্পপতিদের মোট সম্পত্তির পরিমান ৮৫২০ কোটি পাউন্ড যা গত বছরের তুলনায় ৫০০ কোটি পাউন্ড বৃদ্ধি পেয়েছে। শিয়ান মিডিয়া গ্রুপের একজিকিউটিভ এডিটর শৈলেশ সোলাঙ্কি জানিয়েছেন, ব্রিটেনে এশিয়ানদের সম্পত্তি ও আর্থিক উন্নতি বৃদ্ধি ঘটছে যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ব্রিটেন এশীয়দের আর্থিক উন্নতি ও সম্পত্তির ওপরেও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...