যাঁরা হিন্দি-সিরিয়ালের পোকা, খুঁটে খুঁটে খেতে পছন্দ করেন সিরিয়ালের যাবতীয় উপাদান, তাঁরা এক বাক্যে চিনবেন 'অক্ষরা' ওরফে হিনা খান কে। একটি জনপ্রিয় টিভি চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল 'ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহলাতা হ্যায়'-তে দীর্ঘদীন ধরে লক্ষীমন্ত-আদর্শ বৌমা হিসেবে নিজের পরিচিতি তৈরী করে নেন এই অভিনেত্রী। অভিনয় প্রতিভায় জনপ্রিয়তা পাওয়ার পর তাঁকে দেখা গিয়েছিল টেলিভিশনেরই দু'টি অত্যন্ত জনপ্রিয় গেম-শো' ‘খতরো কি খিলাড়ি’ বা ‘বিগ বস’-এর মঞ্চে। সেখানেই তিনি জানিয়েছিলেন, নিজের স্বপ্নপূরণের জন্য সবকিছুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তিনি। কথা মতই কাজ করে দেখিয়েছেন তিনি; নিজের প্যাশনের জোরেই হিনা খান এবার পৌঁছে গিয়েছেন বিশ্বের অন্যতম 'প্রেস্টিজিয়াস'-'গ্ল্যামারাস' কান চলচ্চিত্র উৎসবে।
পৃথিবীর সমস্ত তাবড়-তাবড় অভিনেতা-অভিনেত্রীরাই স্বপ্ন দেখেন কান-এ আমন্ত্রণ পাওয়ার, সেদিক দিয়ে হিনাই প্রথম ভারতীয় টেলিভিশন-স্টার যিনি কানের লাল গালিচায় হাঁটার দুর্লভ সুযোগ পেলেন। এর আগে ভারতীয় টিভি সিরিয়ালের কোনও অভিনেতা-অভিনেত্রী'র কাছে কান কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠান নি। ২০১৯ সালের কান উৎসবে প্রথম ভারতীয় টেলি-তারকা হিসেবে তিনি ফ্রান্সের দক্ষিণে সমুদ্রকূল ঘেঁষে অবস্থিত ফ্রেঞ্চ রিভিরার মন গলানো আবহাওয়ায় লালগালিচায় হাঁটলেন।
কানের লাল গালিচায় হাঁটার জন্য হিনা বেছে নিয়েছিলেন রুপালি রঙা লম্বা পিঠখোলা গাউন। গয়না বলতে কানে ছোট্ট সাদা পাথরের দুল আর বাঁ হাতের অনামিকায় ছোট্ট আংটি। এটুকুই। ছিমছাম অথচ 'ক্ল্যাসিক' মেকআপে তিনি যখন হাঁটছিলেন, পোজ দিচ্ছিলেন আর হাত নাড়ছিলেন হাজারো ফ্ল্যাশের বিপরীতে, তখন তাঁর শরীর ঠিকরে বেরোচ্ছিল ছোট্ট ছোট্ট আলোর দ্যুতি। সব মিলিয়ে শরীরী বিভঙ্গ আর অতিরিক্ত লাস্যই বলে দিচ্ছিল হিনার কাছে সেই মুহূর্ত ছিল বাস্তবের স্বপ্নিল অনুভূতি।
হিনা খানের জন্য চমৎকার পোশাকটি ডিজাইন করেছেন জিয়াদ নাকাদ, দাম- ১০ লক্ষ টাকা, কী শুনে চমকে উঠলেন নাকি? দাম যেমন আকাশছোঁয়া তেমন কোনোরকম বিতর্ক ছাড়াই পোশাকটি কুড়িয়ে নিয়েছে দারুণ প্রশংসা। শুধু ভারতীয় মিডিয়াই নয়, আন্তর্জাতিক মিডিয়ারও দৃষ্টি কেড়েছেন হিনা খান; বিশ্বজুড়ে কানের দ্বিতীয় দিনে হিনা খানের লালগালিচায় হাঁটার প্রচুর ছবি ছাপা হয়েছে।
তিনি প্রথম টেলি-স্টার হিসেবে কান-এ পা রাখলেও ৭২ তম কান উৎসবে হিনা খান আমন্ত্রিত হওয়ার কারণ কিন্তু কোন সিরিয়াল নয়, তাঁর শর্টফিল্ম ‘লাইনস’-এর ফার্স্ট লুক প্রকাশ করতেই কানে আমন্ত্রণ পাওয়া তাঁর। হিনা খানের এই প্রথম ছবিই বোধ হয় তাঁকে উপহার দিল জীবনের শ্রেষ্ঠ সময়।