ভূমিকম্প যদি বারংবার হয় তাহলে জীবনধারা বদলে যেতে বাধ্য| সাংঘাতিক কিছু না হলেও একটা আতঙ্ক কাজ করে মানুষের মনে। পরশু রাত্রি থেকে হিমাচল প্রদেশে রিখটার স্কেল ওঠা নামা করছে| ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে হিমাচল প্রদেশের চম্বা জেলায় ২৪ ঘন্টার মধ্যে হয়ে গেল ৫ বার কম্পন| তবে সরকারি তরফে এক্ষেত্রে সাধারণ মানুষকে অভয় প্রদান করা হয়েছে।
ইন্ডিয়া মেটেওরোলোজি দপ্তরের ডাইরেক্টর মনমোহন সিং জানিয়েছেন, প্রথম কম্পন রবিবার রাতে জেলার বর্ডারে পরিলক্ষিত হয় আর দ্বিতীয় কম্পন সেইদিনই মাঝরাতে হয়|
জানা যায় প্রথম কম্পন রাত ১২টা ১০ মিনিটে হয়েছে যার রিখটার স্কেলে ম্যাগনিটুড ৫.০ এবং দ্বিতীয় কম্পন তার ঠিক আধঘন্টা পর অর্থাৎ ১২টা ৪০ মিনিটে হয়েছে যার রিখটার স্কেলে ম্যাগনিটুড ৩.২|
তিনি আরো জানিয়েছেন, সোমবার মধ্যাহ্নে এক ঘন্টার মধ্যে আবার তিন বার ভূমিকম্প হয়, যার রিখটার স্কেলে মাপ ছিল ৫.০, ৩.৮, এবং ২.৫| এই তিনটি কম্পনের কেন্দ্র ছিল চম্বা জেলা যা জম্মু ও কাশ্মীরের সঙ্গে বর্ডার শেয়ার করে, এছাড়াও এটি সিসমিক জোন (Seismic zone)-এর অন্তর্ভুক্ত জোন ৫-এ অবস্থিত|”
এই কম্পনে কোনো প্রাণহানি, আঘাত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়|