প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে দেশকে আরও গর্বিত করার প্রতিশ্রুতি দিলেন হিমা

১৯ দিনে ৫টি স্বর্ণপদক এনে ভারতবাসীকে আরও একবার বিশ্ব দরবারে গর্বিত করলেন বাংলার হিমা দাস। সম্প্রতি ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় একের পর এক পদক অর্জন করেছেন তিনি

জীবনের সোনালি মূহুর্তগুলো বোধ হয় এভাবেই আসে। জুলাইয়ের এই সময়টা তাঁর কাছে বিশেষ পয়া, এমনটাই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞ মহল।

রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর এই বিশেষ কীর্তির জন্য টুইটের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “গত কয়েক সপ্তাহে হিমা দাসের এই বিস্ময়কর কীর্তির জন্য দেশবাসী গর্বিত। বিভিন্ন প্রতিযোগীতায় লড়ে দেশকে ৫টি স্বর্ণপদক এনে দেওয়ায় সকলেই ভীষণ আনন্দিত। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁর আগামী প্রচেষ্টাগুলির জন্য অগ্রিম শুভকামনা রইল।“

প্রধানমন্ত্রীর এই টুইটের উত্তর দিতে গিয়ে তিনি মন্তব্য করেছেন, “আমি আরও পরিশ্রম করে যাবো এবং দেশবাসীকে আরও পদক উপহার দেব।“

ইউরোপে, তিন সপ্তাহের মধ্যে পাঁচটি স্বর্ণপদক অর্জন করার ফলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলিতে হিমাকে নিয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস চোখে পড়ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে সচিন তেন্দুলকর সহ বলিউড সেলেব্রিটি মহল ও বিভিন্ন স্তরের রাজনীতিবিদ শুভেচ্ছার স্রোতে ভাসিয়ে দিয়েছেন হিমাকে

বিশেষ সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় সচিন তেন্ডুলকর স্বয়ং একটি ফোনকলের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিমা বলেছেন, “আজকের সন্ধ্যেটা আমার কাছে স্বপ্নের মতো। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর ‘স্যারের’ থেকে একটি ফোন পেয়েছি। তিনি আমার অনুপ্রেরণা। আমাকে শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য এবং আমার সঙ্গে মূল্যবান কথাগুলি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।“

২০শে জুলাই, চেক রিপাবলিকে, ৪০০ মিটার দৌঁড়ে পঞ্চম স্বর্ণপদকটি ঘরে তোলেন হিমা। ৫২.০৯ সেকেন্ডে মরসুমের শ্রেষ্ঠ দৌড়টি দৌঁড়ে মূল্যবান স্বর্ণপদকটি ঝোলায় ভরেন তিনি।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...