সোনার মেয়ের সোনার কীর্তি

ফিনল্যান্ডে আয়োজিত অনুর্দ্ধ ২০ 'ওয়ার্ল্ড জুনিয়র এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ'-এর ৪০০ মিটার দৌড়ে সোনা জেতার পর দেশ জুড়ে তুমুল উচ্ছাস ও আনন্দের স্রোত বইছে হিমা দাস'কে কেন্দ্র করে। আর্ন্তজাতিক স্তরের ট্র‍্যাক ইভেন্টে এই প্রথম সোনা জিতেছেন কোনো ভারতীয়।  এবার নিজের অর্ধেক বেতন দান করে নজির সৃষ্টি করে ফের একবার সারা দেশকে গর্বিত করলেন ‘সোনার মেয়ে’ হিমা

আসামের নওগাঁ জেলার ধিং গ্রামের কৃষক পরিবারের মেয়ে হিমা দাসের সাফল্যে ভারতবাসী যখন গর্বিত, অনুপ্রেরণা পাচ্ছেন, স্বপ্ন দেখছেন, তখন আসামে চলতি মরসুমে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের অর্ধেক মাসিক বেতন দান করলেন তিনি। সোনার মেয়ে হিমার এই ধরণের পদক্ষেপ তাই স্বভাবতই নজর কেড়েছে সবার।

বিগত কয়েক বছরে সবথেকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে আসামকে। ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলায় বন্যার ব্যপক প্রভাব পড়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আসামে বন্যা পরিস্থিতির জেরে প্রাণ হারাতে হয়েছে কমপক্ষে ১৫ জনকে। লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছেন। কাজিরাঙা অভয়ারণ্যের প্রায় ৯০ শতাংশ এখন জলের তলায়

গতকাল নিজের টুইটার একাউন্ট থেকে টুইট করে হিমা দাস রাজ্যের বড় কর্পোরেট সংস্থাগুলোকে এবং বন্যা বিদ্ধস্ত আসামের ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে আসার আর্জি জানিয়েছেন। এই মূহুর্তে তিনি চেক প্রজাতন্ত্রে আছেন। ধারাবাহিক ভাবে তার অনবদ্য ‘পারফরমেন্স’-এর ফলে ইতিমধ্যেই ভারতের হয়ে তিনটি স্বর্ণপদক লাভ করেছেন হিমা

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...