এশিয়ান গেমসের স্বর্ণ পদক জয়ী স্প্রিন্টার হিমা দাসকে প্রথম ইয়ুথ অ্যাম্বাস্যাডর হিসেবে মনোনীত করল ইউনিসেফ। তাঁদের অফিশিয়াল টুইটারে এ খবর প্রকাশিত হয়। প্রতিক্রিয়ায় রিমা জানান, খবরে খুবই খুশি তিনি। চেষ্টা করবেন, সমস্ত শিশুর স্বপ্নকে তাঁদের সাফল্যের পথে পৌছে দিতে।
সম্প্রতি পরপর ছ’টি স্বর্ণপদক জয়ের নজির রেখেছেন হিমা। অসমের নাগাওয়ের বাসিন্দা হিমা মেয়েদের ৪ x ৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ণ পদক জেতেন গত বছর। মেয়েদের ৪০০ মিটার প্রতিযোগীতায় ৫০.৫৯ সেকেন্ড সিল্ভার মেডেল জেতেন তিনি।
বাংলার সোনার মেয়ে হিমা দাসের এমনতর সাফল্যে মুগ্ধ হয়ে আগেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন সচিন তেন্দুলকর সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটার। এছাড়াও বলিউডের সেলেব্রিটি মহল তার প্রশংশায় পঞ্চমুখ হয়েছেন।
শুধু ইউনিসেফ নয়, সম্প্রতি আসাম সরকার তাঁকে আসামের ক্রীড়া বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার রূপে নির্বাচিত করে। এছাড়া হিমা’কে বিশ্বের অন্যতম স্পোর্টস কোম্পানি অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার করা হয়। ফলে ইতিমধ্যেই বড় সাফল্যগুলি এসে ধরা দিয়েছে হিমার ঝুলিতে।
প্রথম জীবনটা ফুটবলার হিসেবে শুরু করেছিলেন হিমা। অবসর পেলেই স্কুলের ছেলেদের সাথে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তেন। পরে তিনি তার শারীরশিক্ষক শামসুল হকের উপদেশে ফুটবল ছেড়ে স্প্রিন্টার হিসেবে আত্মপ্রকাশ করেন, আর তাতেই বাজিমাৎ।