হিমালয়ের সৌন্দর্য্য এবার হিম দর্শনের হাত ধরে

ট্রেনে যাওয়ার পথেই এবার হতে চলেছে হিমালয় দর্শন| তাছাড়া দার্জিলিং-এর প্রাকৃতিক শোভাও এবার দেখা যাবে ভিসটাডম কোচে| ভারতীয় রেলের পক্ষ থেকে খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে জানা গেছে| সম্প্রতি জানা গেছে, বড়দিনেই পাহাড়প্রেমীদের জন্য চালু হতে চলেছে এই নতুন ট্রেনটি| তবে এই কোচে হিমালয় দেখা যাবে কালকা থেকে সিমলা যাওয়ার পথে এবং ফেরার পথে|

এরআগে ট্রেনের এক সাইডে বসা যাত্রীরা এই প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে পেতেন না| জানা গেছে, এইসব অসুবিধার কথা মাথায় রেখে এবার হিম দর্শন এক্সপ্রেসের সমস্ত দিকই তৈরী হচ্ছে কাঁচ দিয়ে| জানলা থেকে শুরু করে সমস্তই কাঁচের এমনকি ট্রেনের ছাদও তৈরী হচ্ছে কাঁচ দিয়েই| এর ফলে যাত্রীরা প্রাকৃতিক শোভা খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারবেন| বসার জায়গাও হচ্ছে আরামদায়ক| চেয়ারকে ইচ্ছেমত দিকে ঘুরিয়েও নেওয়া যাবে বলেই জানা গেছে| ট্রেনের টিকিটের মূল্যও থাকছে সাধারণ মানুষের হাতের নাগালেই| মাত্র ৬৩০ টাকার বিনিময়ে মিলবে এই টিকিট| জানা গেছে, ফার্স্ট ক্লাসের টিকিট পাওয়া যাবে কালনা কিংবা সিমলা স্টেশনের বুকিং সেন্টার থেকে|  

৫২৪৫৯/৫২৪৬০ নম্বর নিয়েই চলাচল শুরু করতে চলেছে এই নতুন ট্রেন| জানা গেছে, আগামী এক বছর পর্যটকরা এই ট্রেনে চাপতে পারবেন|ভিসটাডম কোচে বসে সিমলা থেকেই তারা দেখতে পাবেন হিমালয়ের সৌন্দর্য্য| রেল সূত্রের খবর, আম্বালা ডিভিশন ৬টি করে কোচ নিয়ে এই স্পেশাল ট্রেনটি চালু করতে চলেছে| জানা গেছে, কালকা স্টেশন থেকে সকাল ৭টায় প্রথম চলবে এই ট্রেন| বিশ্বের অন্যতম হেরিটেজ রুটে প্রথম এই ধরনের ভিসটাডম কোচ চালাতে চলেছে ভারতীয় রেল| সকাল ৭টায় কালনা থেকে যাত্রা শুরু করে শিমলায় পৌঁছাবে দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ| ফেরার পথে শিমলা থেকে ট্রেন ছাড়বে বিকেল ৩টে ৫০ মিনিট নাগাদ| আসা যাওয়ার মাঝে ট্রেনটি মোট ১২ টি স্টেশনে দাঁড়াবে| প্রতিটি স্টেশনে থাকবে ট্রেনের প্রতিটি কোচে আলাদা করে এসির ব্যবস্থাও থাকছে|

       

এটা শেয়ার করতে পারো

...

Loading...