অবশেষে আকাল কাটিয়ে জালে ধরা পড়ল প্রচুর ইলিশ। বৃহস্পতিবার দীঘার মৎস্যজীবিদের জালে ধরা পড়েছে ৭০ টন ইলিশ। যার ফলে অনেকটাই কমে গেছে দাম। মৎস্য ব্যাবসায়ীদের মতে সেদিন ২৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে ইলিশ। চলতি মরশুমে শুরু থেকেই চলছিল ইলিশ সঙ্কট, জামাইষষ্ঠিতে আগুন দামে বিক্রী হয়েছে ইলিশ। তবে হঠাৎ এই পরিবর্তন হাসি ফুটিয়েছে মৎস্য ব্যবসায়ীদের মুখে। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি বঙ্গোপোসাগরের নিম্নচাপের ফলে আর ইলিশগুড়ি বৃষ্টি হওয়ার কারণে মোহনায় ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে মাছ। আর সেই মাছ কিনতে দীঘার সমুদ্রে ভিড় জমিয়েছে গোটা রাজ্যের মৎস্য ব্যবসায়ীরা।