এক ম্যাচে সর্বোচ্চ রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ভারতের সবচেয়ে মুল্যবান ডোমেস্টিক ক্রিকেট টুর্ণামেন্ট। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএলের পথ চলা। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১১টি বছর। তবে সময় যত পেরিয়েছে তত জৌলুস বেড়েছে আইপিএলের। প্রতিবছর নতুন মুখ নতুন প্রতিভার বিকাশ ঘটাতে আইপিএলের জুড়ি মেলা ভার। তবে এই নতুন মুখের মধ্যেও অনেক চেনা পরিচিত মুখ আছে যারা তাদের প্রদর্শনীর মধ্যে দিয়ে মানুষের মন জয় করেছে। প্রথম পাঁচ জন ব্যাটসম্যানদের বিষয় জানানো যাক যারা একটি ম্যাচে সর্বোচ্চ রান করেছিলেন।

  • ক্রিস গেইল – কিংস ইলেভেন পাঞ্জাব – ২০১৩ সাল - অপরাজিত ১৭৫ রান – পুণে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে।
  • ব্রেন্ডন ম্যাক্কালাম – কলকাতা নাইট রাইডার্স – ২০০৮ সাল - অপরাজিত ১৫৮ রান – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
  • এবি ডিভিলিয়ার্স - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালের – ২০১৫ সাল - অপরাজিত ১৩৩ রান – মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
  • এবি ডিভিলিয়ার্স – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২০১৬ সাল - অপরাজিত ১২৯ রান – গুজরাত লায়ন্স।
  • ক্রিস গেইল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২০১২ সাল - অপরাজিত ১২৮ রান – দিল্লি ডেয়ারডেভিল্স।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...