পুরনো নিয়মেই হবে উচ্চমাধ্যমিক

নতুন যে পদ্ধতিতে এ বছরের উচ্চমাধ্যমিকের উত্তরপত্র হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। পুরোনো ব্যবস্থাই বহাল থাকছে বলে সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হল বৃহস্পতিবার। গত ২৭ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সংসদ সভাপতি মহুয়া দাস, সাংবাদিকদের জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের সব উত্তর প্রশ্নপত্রের মধ্যেই লিখতে হবে। ১০ জুলাই সংসদের অ্যাকাডেমিক কমিটির বৈঠকে তা পাশও হয়ে গিয়েছিল। ২৫ সেপ্টেম্বর সেই বিজ্ঞপ্তি সংসদের তরফে প্রকাশিত হয়। তবে বিভিন্ন মহলের আপত্তিতে এই সিদ্ধান্ত থেকে সরে আসল সংসদ

                   উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, শিক্ষা দফতরের নির্দেশে পুরোনো পদ্ধতিতেই আগামী বছর পরীক্ষা হবে। নতুন পরীক্ষা ব্যবস্থা নিয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল করা হল। স্কুলের টেস্ট পরীক্ষাও পুরোনো নিয়মেই হবে। তবে পার্ট বি-তে যেমন প্রশ্নপত্রে উত্তর লিখতে হত, সেটা অপরিবর্তিত থাকছে

                  নতুন নিয়মে স্কুলগুলি সমস্যায় পড়েছিল। উচ্চমাধ্যমিকে টেস্টের প্রশ্ন স্কুলগুলিই করে। প্রশ্নপত্রে উত্তরের জায়গা রাখতে গিয়ে খরচ প্রায় দশগুণ বেড়ে যেত। বাড়তি খরচ নিয়ে স্কুলগুলির কোনোরকম আর্থিক সঙ্গতি ছিলনা। তাই এই ঘোষণার ফলে স্কুলগুলিতে স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া বইছে। সূত্রের খবর, এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হল সরকারিভাবে অত্যন্ত দেরি করে এই ঘোষণা করা হয়েছিল। নতুন পদ্ধতিতে পড়ুয়াদের সড়গড় করতে টেস্টেও এই রকমই প্রশ্নপত্র রাখার দরকার ছিল, যা হয়ে ওঠেনি সময় সংকুলানের কারণে। তাছাড়াও ছিল বাড়তি খরচ। একটি বিষয়ের নমুনা বুকলেট হয়েছিল ৪৫ পাতার, অন্য বিষয়ে তা বাড়তেও পারত। সেক্ষেত্রে স্কুলগুলি সমস্যায় পড়েছিল। সংসদ এই প্রথম উত্তরের জন্য শব্দসংখ্যা নির্দিষ্ট করে দিয়েছিল। সেটাও এ বছর আর প্রযোজ্য হবেনা।

                    

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...