ভারতের অভিজাত ট্রেন শতাব্দী রাজধানীর মতো ট্রেনগুলিতে নতুন সংযোজন ও তার গতি বাড়াতে সচেষ্ট হয়েছে রেলমন্ত্রক|বুলেট ট্রেন দেশে চালানো সম্ভবপর করার আগে ভারতের অভিজাত ট্রেনগুলির গতি বাড়ানোর ওপরেও জোর দেওয়া হলো ভারতীয় রেলমন্ত্রকের তরফে| চিত্তরঞ্জন লোকমোটিভ ওয়ার্কস-র তরফে নতুন উপহার পেল ভারতীয় রেল|এখান থেকেই ভারতীয় রেল পেল প্রথম রেল ইঞ্জিন যা চলবে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়| যা দেশ তো বটেই অবশ্যই রাজ্যের বড় প্রাপ্তি বলা চলে| আর এই উচ্চ গতি সম্পন্ন ইঞ্জিন দিয়েই যে ভবিষ্যতে ট্রেন চালানো হবে এমনটাও জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে বলেই সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, যা কিনা বিদ্যুত সাশ্রয় করতেও সক্ষম|