হার্টলে হাই স্কুলের বাণীবন্দনা (তৃতীয় পর্ব)

১৯৩৪ সাল থেকে যাত্রা শুরু করেছিল হার্টলে হাই স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া সত্ত্বেও তখন থেকেই প্রতিবছর সরস্বতী পুজোর আয়োজন করে স্কুল কতৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর এম. দাসের সাথে কথা বললে তিনি জানালেন, প্রতিবছর এই পুজোর দায়িত্ব থাকে ছাত্র ছাত্রীদের উপরেই। কর্তৃপক্ষ থেকে প্রদান করা হয় প্রয়োজনীয় অর্থ। সরস্বতী পুজো মানেই স্কুলের রীতি  মায়ের ভোগ খাওয়ানো। তাই এই স্কুলেও পুজোর পর থাকে খাওয়ার এলাহী আয়োজন। ফ্রায়েড রাইস, মিশ্র তরকারি, পায়েস ও মিষ্টি খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। প্রধান শিক্ষিকা জানালেন, এই সরস্বতী পূজা উপলক্ষেই প্রতিবছর এই স্কুলে হয় ছাত্র ছাত্রীদের পুনর্মিলন। প্রায় ২০০০ পড়ুয়ার পদধূলি পড়ে এইদিনে। যতই আগে পাশ করুক না কেন এই একদিন পুনর্মিলনের লোভ কোনো ছাত্র ছাত্রীর পক্ষেই সামলানো সম্ভব নয়। কি তাই তো? 

এটা শেয়ার করতে পারো

...

Loading...