পুজোর বেশ কদিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র ছাত্রীরা দেবী বন্দনার সমস্ত কাজ সম্পন্ন করে। একসাথে কাজ করলেও কোথাও কি মনে হয় মেয়েরা বেশি ভালো কাজ করছে বা ছেলেরা বেশি ভালো কাজ করছে? কথা হল, দুই ছাত্রের সাথে। তারা জানালো সেই স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে কাজ নিয়ে তেমনভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও হালকা একটা প্রতিযোগিতা কি সত্যিই থাকেনা? অবশেষে এক ছাত্র স্বীকার করলো সেই কথাও। সে-ই জানালো হালকা একপ্রকার ঠান্ডা যুদ্ধ চলে ছাত্র ও ছাত্রীদের মধ্যে। সে জানায়, ঠাকুরের চারপাশের সাজগোজ, গেট সাজানোর দায়িত্ব ছেলেদের ঘাড়ে থাকলেও ঠাকুর সাজানো, ফল কাটার দায়িত্ব দেওয়া থাকে মেয়েদের উপরেই।