শহরে শুরু হচ্ছে হেরিটেজ ওয়াক

১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কখনও কখনও খানিক প্রভাবিত হয়েছিল উপমহাদেশ ভারতও| বিশ্বযুদ্ধের আঁচ যে কখনই এদেশে এসে পৌঁছায়নি তা কখনই সেভাবে বলা যায় না অন্যদিকে এই দেশ যখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত তখন জাপানি শক্তির আক্রমনের ভয়ও ছাপ ফেলেছিল কোথাও কোথাও যা কখনও আবার প্রভাবিত করেছিল ভারতের তৎকালীন রাজধানী কলকাতাকেও| শহরের কোথাও কোথাও রয়ে গেছে সেই ছাপ| ইতিহাসের অতলে কোথাও লুকিয়ে থাকা সেই অতীতকেই পুনরুদ্ধার করতেই এবার শহরে হতে চলেছেহেরিটেজ ওয়াকসূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে পুরাতত্ববিদ তথাগত নিয়োগীর উদ্যোগে শহরে আগামী ২৫শে নভেম্বর নিউ মার্কেটের ১নং গেট থেকে সকাল সাড়ে সাতটায় শুরু হবে এই যাত্রা| তৎকালীন রাজধানী কলকাতা, চিরকালীন তিলোত্তমার বুকে সেই পুরনো ইতিহাস খুঁজে পেতে এক অভিনব উদ্যোগ বা পন্থা বলা যেতে পারে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...