অভিনব কায়দায় এই বছরের পয়লা বৈশাখ পালন করল নিশান মোটর ইন্ডিয়া। নববর্ষের দিন তারা আয়োজন করেছিল দেশের প্রথম ‘হেরিটেজ নাইট ড্রাইভ’। এই উদ্যোগে অংশগ্রহণ করেছিল নিশান ম্যাগনাইট -এর মহিলা গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা।
এই অনুষ্ঠানে নিশান মোটর ইন্ডিয়া নারী ক্ষমতায়নের দিকটি তুলে ধরে। নিশান ম্যাগনাইট যাদের সর্বক্ষণের সঙ্গী, এমন ৭০ জনেরও বেশি মহিলা গ্রাহক তাদের পরিবারকে সঙ্গে নিয়ে এই ইভেন্টে যোগ দেয়। নতুন বাংলা বছরের শুরুতে শহর কলকাতার বুকে এক স্মরণীয় ড্রাইভের সাক্ষী থেকেছেন তাঁরা।
এই যাত্রা শুরু হয় তাজ বেঙ্গলের ম্যান্ডারিন হলে। সেখান থেকে ২৫টি নিসান ম্যাগনাইট SUV-র কনভয় শহরের একের পর এক ঐতিহাসিক স্থানের উদ্দ্যেশ্যে পাড়ি দেয়। এই তালিকায় ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট পার্ক, ইডেন গার্ডেনস, পার্ক স্ট্রিট প্রভৃতি নানা হেরিটেজ সাইট। এই ড্রাইভে অংশ নিয়েছিলেন বিশিষ্ট ঐতিহ্য বিশেষজ্ঞ ও গবেষক তুহিনা চ্যাটার্জি।
নিশান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সৌরভ বৎস বলেন, “আমরা চাই গ্রাহকরা নিশান ব্র্যান্ডের সঙ্গে এক মনে রাখার মতো অভিজ্ঞতা লাভ করুন। সেই কারণে পয়লা বৈশাখ ও কলকাতার মতো ঐতিহ্যময় শহর এই উদ্যোগের জন্য উপযুক্ত।”
ওইদিন এই ইভেন্টে অংশগ্রহণকারীরা পেশাদার প্রশিক্ষকদের কাছ থেকে আধুনিক ড্রাইভিং কৌশল শেখেন। এর পাশাপাশি এই ইভেন্টে অংশগ্রহণের জন্য স্মারক হিসেবে নিশানের তরফ থেকে প্রত্যেককে একটি করে সার্টিফিকেটও দেওয়া হয়। এই অভিনব উদ্যোগে খুশি নিশানের গ্রাহকরা।