দীপাবলির আগে পুরনো প্রদীপকে দিন নতুন চেহারা

আগে বাড়িতেই তৈরী হত মাটির প্রদীপ। দীপাবলির কিছুদিন আগে বাড়িতেই আটপৌরে হাতের ছোঁয়ায়  কাঁচামাটি থেকে জন্ম হত দীপাবলি প্রদীপের। আশ্বিনের রোদে শুকিয়ে পড়তি আঁচে পুড়িয়ে নেওয়া হত। কাছাকাছি কুমোর পাড়া থাকলে সেখান থেকেও আসত প্রদীপ। সেই প্রদীপ তুলে রাখা হত বছরভর। এখন দিন বদলেছে। সাদামাটা পোড়ামাটির প্রদীপের জায়গা নিয়েছে রং বেরঙের দিয়া। কোনটা পদ্ম, কোনটা সূর্যমুখী, স্বস্তিক নানারকম তার আকার। বছর বছর বদলে যায় ট্রেন্ড। পুজো ফুরলেই বাতিল হয় সেই প্রদীপ। বছরভর সামলে রাখার দায় নেই।

তবে অনেকেই পছন্দ করে কেনা প্রদীপ প্রাণেধরে বাতিল করতে পারেন না। কিন্তু দীপাবলির দিন সারারাত জ্বলে ক্লান্ত হয় প্রদীপও। রঙ পোড়ে। কালী জমে। দাগ লাগে তার গায়ে। মাটি বা টেরোকোটার প্রদীপ হলেও দ্বিতীয়বার ব্যবহারের কালি বা দাগের সমস্যা দেখা যায়।

তবে যদি মনে করেন ব্যবহার করতেই পারেন আগের প্রদীপ। শুধু তাকে নতুন করে তুলতে হবে। তার জন্য দরকার রঙ, তুলি আর ধৈর্য্য।

পুরনো প্রদীপ জলে ভিজিয়ে রাখুন। ব্রাশ দিয়ে কালি আর দাগ তুলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। প্রাইমার দিন দু কোট। শুকিয়ে গেলে পছন্দ মতো রঙ করুন। অ্যাক্রেলিক রঙ ব্যবহার করলে উজ্জ্বল হবে। বেস কালারের ওপর ডিজাইন করুন। সিক্যুয়েন, বিডস, পাথর বসাতে চাইলে বসাতে পারেন। দীপাবলির আলোর উৎসবে রঙ সব সময় আকর্ষণ করে।

প্রদীপ শুধুমাত্র দীপাবলির অনুসঙ্গ নয়, তার সঙ্গে জুড়ে থাকে অনেক স্মৃতি। পুরনোকে নতুন করে তোলার মধ্যে জেগে ওঠে সেই সব স্মৃতি। আরও উজ্জ্বল হয়ে ওঠে উৎসবের আলো।

পেপার বক্সে কাগজ আর শোলার টুকরো বিছিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভাল থাকে মাটির প্রদীপ।    

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...