ভিজিটিং কার্ড বানিয়ে ভাইরাল পরিচারিকা

পুনের একজন সাধারণ পরিচারিকা এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়| এর কারণটি কিন্তু বেশ অদ্ভুত| গীতা কাল, পুনের এক সাধারণ গৃহকর্মে নিপুনা পরিচারিকার হঠাৎ ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠার পিছনে দায়ী তারই ভিজিটিং কার্ড| কীভাবে? চলুন জেনে নেওয়া যাক|

 

সম্প্রতি গীতা কাল নামক সেই পরিচারিকা জানান, কোনো এক কারণবশত তার একটি বাড়ির কাজ হাতছাড়া হয়ে যায়| তাকে উদাস হয়ে বসে থাকতে দেখে অন্য এক বাড়ির কর্ত্রী কৌতুহলবশত তাকে জিজ্ঞাসা করে ফেলেন তার বিষন্নতার কারণ| গীতাদেবী তাকে জানান, সম্প্রতি তিনি একটি বাড়ির কাজ হারিয়েছেন| এরপরেই সেই মহিলা অর্থাৎ ধনশ্রী শিন্ডে যিনি একজন ডিজিটাল মার্কেটিং এগজিকিউটিভ তাকে একটি ভিজিটিং কার্ড তৈরির পরামর্শ দেন|দায়িত্ব নিয়ে তিনি নিজেই গীতাদেবীর জন্য তৈরী করে দেন সেই ভিজিটিং কার্ড| সেই ভিজিটিং কার্ডে লেখা ছিল ঘর কাম মৌসি ইন বাভধন, আধার কার্ড ভেরিফায়েড| তিনিই গীতাদেবীকে পরামর্শ দেন সেই কার্ড নিকটবর্তী সোসাইটির ওয়াচম্যানদের কাছে পৌঁছে দিতে| এরপর তিনি নিজেও সেই কার্ডের ছবি তুলে পাঠান তার এক বন্ধুকে যার কাছ থেকে ভাইরাল হয় এই ভিজিটিং কার্ডের ছবি| জানা গেছে, কার্ডটিতে যে শুধু তার নাম বা যোগাযোগ নম্বর ছিল তা নয়| এর সাথে সেই কার্ডের মধ্যে উল্লেখিত ছিল তার কাজের মূল্যের একটি তালিকাও|


কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার কাছে আসতে শুরু করে অগুন্তি ফোন| এতবেশি সংখ্যক ফোনকলের চাপে বাধ্য হয়ে ফোন বন্ধ করে দেন গীতাদেবী| এই প্রসঙ্গে ধনশ্রীদেবী জানান, ভিজিটিং কার্ডেআধার কার্ড ভেরিফায়েডকথাটি তিনি এইজন্যই যোগ করেন যাতে গীতাদেবীর কন্ফিডেন্স লেভেলকে খানিকটা বুস্ট আপ করা যায়| তবে তার তৈরি ভিজিটিং কার্ড যে এইভাবে ভাইরাল হয়ে যাবে তা তিনি স্বপ্নেও ভাবেননি| তবে তার এই মহৎ প্রচেষ্টা বিফলে যায়নি| কার্ড তৈরির পর অধিক ফোনের অত্যাচারে জর্জরিত গীতাদেবী কিন্তু ইতিমধ্যেই জোগাড় করে ফেলেন আরেকটি বাড়ির কাজ এই ভিজিটিং কার্ডের সূত্র ধরেই|

এটা শেয়ার করতে পারো

...

Loading...