হেলমেট পরার প্রয়োজনীয়তা নিয়ে বহু প্রচার সত্ত্বেও হেলমেট ছাড়াই বাইকে চড়তে দেখা যায় বহু মানুষকে| হেলমেট না পরে বাইক চালানোর ফলস্বরূপ দুর্ঘটনায় পড়তে হয় অনেকসময়েই| কিছু সময় এই দুর্ঘটনা আবার মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়| এই কথা চিন্তা করে বাইক এবং হেলমেটে বসিয়েছে এমন এক সেন্সর যার ফলে হেলমেট না পরলে বাইকটি চালুই হবে না| এমনকি মদ্যপান করে গাড়ি চালালেও সেন্সরে ধরা পড়ে যাবে সেটাও|
উড়িষ্যার নবম শ্রেনীর এক ছাত্রী অদ্যাসা পট্টনায়কের তৈরী করা এই মডেলটি সম্প্রতি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে হওয়া বিজ্ঞান মেলায় যথেষ্ট প্রশংসা অর্জন করে| শুধু এই মডেল নয়| পূর্ব ভারতের বহু স্কুল থেকে আসা নানা মডেল দেখতে ভিড় করে সাধারণ মানুষ| কোন ধরনের প্রযুক্তির ব্যবহারে ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকবে বাড়ি তার একটি মডেল সকলের সামনে তুলে ধরেছে দার্জিলিং-এর একটি স্কুলের দশম শ্রেনীর এক ছাত্র সুজয় ছেত্রী| শুধু তাই নয়, ড্রোন যে শুধু নজরদারির কাজে লাগে না, তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতেও যথেষ্ট সাহায্য করে তার মডেল বানিয়েছে সিকিমের এক স্কুলের ছাত্র| মানুষের মাথার চুল কাজ করে ছাঁকনির মতো| এরফলে কিভাবে নদীর দূষণ রোধ করা যায় তাও দেখিয়েছে সোদপুরের স্কুলের দশম শ্রেনীর ছাত্র| বিআইটিএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব মডেলের সাহায্যে মানুষ অনেককিছু শিখতে পারছেন| স্বাভাবিকভাবেই সচেতনতা গড়ে তুলতে সাহায্য করছে এইসব মডেল| ছোট পড়ুয়াদের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই প্রশংসার বন্যা বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে|