আসছে 'অ্যাপাচি'

ভারতীয় বিমান বাহিনীতে খুব শীঘ্রই যোগ দিতে চলেছে শক্তিশালী কপ্টার অ্যাপাচি ২০১৫ সালে মার্কিন সরকারের সাথে ভারত চুক্তিবদ্ধ হয়েছিল অ্যাপাচি কপ্টার কেনার বিষয়ে। চুক্তি অনুযায়ী ভারত সরকার এবারে মার্কিন সরকার থেকে ১.৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১৪০০ কোটি ডলারের বিনিময়ে ২২টি অ্যাপাচি হেলিকপ্টার কিনে নিয়েছে। এই ক্রয়ের প্রথম ব্যাচের অ্যাপাচি গুলি ভারতে এসে পৌঁছাবে চলতি বছরের জুলাই মাসে। ভারতীয় বিমান বাহিনীতে এই কপ্টার যোগ দেওয়ার ফলে, কয়েকগুন শক্তিশালী হয়ে উঠবে ভারতীয় আকাশপথ প্রতিরক্ষা ও সুরক্ষা ব্যবস্থা। 

   সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে ভারতের সাথে এই লেনদেন সম্পন্ন হয় আমেরিকার আরিজোনা প্রদেশের মেসাতে। ভারতীয় নৌ-বাহিনীর হাতে যুদ্ধ কপ্টার অ্যাপাচি তুলে দেয় আমেরিকা। বিমান বাহিনীর পক্ষ থেকে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল এ এস বুটোলা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কিন সরকারি কর্মকর্তারা। অ্যাপাচি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধযান। দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধের জন্য বিশেষ সহায়ক হতে চলেছে এই যুদ্ধযানটি। হেলিকপ্টারটি যদিও যে কোন রকম যুদ্ধে অংশ নেবার জন্য সমান শক্তিসম্পন্ন। আলো বা অন্ধকারে সমান ভাবে আঘাত হানতে সক্ষম অ্যাপাচি। এই কাজে ভূমিকা রাখবে কপ্টারটির লেজার ও ইনফ্রারেড সিস্টেম। এর চপার থেকে হেলফায়ার মিসাইল ছোড়া যেতে পারে। এছাড়া এর অস্ত্রভাণ্ডারে রয়েছে ৭০ মিলিমিটারের রকেট ও স্বয়ংক্রিয় কামান।

   ইতিমধ্যেই এই বিশেষ ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার অ্যাপাচিকে চালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। প্রশিক্ষণ নিয়েছেন ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনীর কয়েকজন অফিসার। এই যুদ্ধ কপ্টারটি এই মুহূর্তে সবথেকে আধুনিকতম চপার। যুদ্ধক্ষেত্রে এমন দুইটি চপার যুদ্ধের মোড়  ঘুরিয়ে দিতে যথেষ্ট বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ সংযোজন এই চপার ‘অ্যাপাচি’।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...