হেলাপুকুর ধার-এর পুজো

শারদোৎসবের কি, তা ভালো বলতে পারবে একজন বাঙালি। পুজোর চারটি দিন প্রচুর খাওয়া দাওয়া, আর দেদার মজা করার নামই শারদোৎসব। তাই দশমী এসে গেলে ভারাক্রান্ত হয়ে যায় বাঙালি মন। কলকাতার দুর্গা পুজোর সেই আমেজের পুণরাবৃত্তি ঘটে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে। সেখানেও চার দিন ধরে পুজো হয় আর তার সাথে থাকে খাওয়া দাওয়া ও দেদার মজা। 

আর সেখানখার বিখ্যাত উরসবের উন্মাদনাকে ভাগ করে নিতে চন্দননগর পৌঁছে গিয়েছিল জিয়ো বাংলা। আর সাথে ছিল হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যবৃন্দ। ১৯৭০ সালে শুরু হয় তাদের এই পুজোর পথচলা। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৪৮টা বছর, কিন্তু আজ অবধি খ্যাতির বিন্দুমাত্র ভাটা পড়েনি তাদের জগদ্ধাত্রী পুজোর। হাওড়া থেকে কাটোয়া বা ব্যান্ডেল বা বর্ধমানগামী যে কোনও মেন লাইনের ট্রেনে উঠে নামতে হবে চন্দননগর। সেখান থেকে টোটো ধরে হাসপাতাল মোড় সংলগ্ন হেলাপুকুর ধারের সন্নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...