রাতের দিকে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে| ভোরের দিকে হালকা চাদর গায়ে না দিলে কাঁপুনি দিছে ভালমতোই|তবে এই শীত পাকাপাকিভাবে আসতে আসতে মাঝ ডিসেম্বর হয়ে যাবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর| ভোরবেলা কুয়াশা সাথে ঠান্ডার ভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বদলে যাচ্ছে ঘামে| এমত অবস্থায় দাঁড়িয়ে শীত এখনই যে আসছে না তা বেশ বোঝাই যাচ্ছে|
এর আগে ২০১৭ সালে নভেম্বরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এসে দাঁড়িয়েছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে| ২০১২ সালে ১৪ ডিগ্রিতে নেমেছিল পারদ| সেখানে দাঁড়িয়ে এইবছর তাপমাত্রা কিছুতেই ২০ ডিগ্রির নিচে নামছে না, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি| অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে| আপাতত কিছুদিন তাপমাত্রা এরকম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস|
নভেম্বর মাসের শেষ কটাদিন আর তাপমাত্রা কমার কোনো লক্ষণই দেখছেন না আলিপুর আবহাওয়া দফতর| আগামী তিন-চারদিন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে| কলকাতায় তাপমাত্রা নামতে সময় নিলেও জেলায় কিন্তু ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে| দার্জিলিং ও কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে| আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীত ভালোভাবে অসার আগে বেশ কিছু পশ্চিমী ঝঞ্ঝার প্রয়োজন| কিন্তু দুটি ঝঞ্ঝার মাঝে সময়ের ফারাক না থাকলে আবার কাশ্মীরের তুষারপাতের প্রভাব বাংলায় ততটা বোঝা যায়না| কিন্তু বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার পরিমাণ বেড়ে যাওয়ায় উত্তরে হাওয়ার পথ অবরুদ্ধ হয়ে যাওয়ায় শীত পড়তে পারছে না|