প্রবল ঝড় -বৃষ্টিতে ভেঙে পড়লো তাজের মিনার

ঘটনাটি ঘটে ১২ই এপ্রিল বৃহস্পতিবার সকালে। ওইদিন ভোর রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। বুধবার সন্ধ্যায় আগ্রাতে ঘন্টায় ১৩০ কিমি/ঘন্টা বেগে ঝড় বয়ে আসে। প্রাকৃতিক দুর্যোগের কারণেই তাজমহলের দক্ষিণ দিকের রাজকীয় মূল প্রবেশ দ্বারের স্তম্ভ‌‌‌‌্টি  ভেঙে যায় বলে জানিয়েছে ‘টাইমস অফ ইন্ডিয়া (পিটিআই)’।

প্রবল বাতাসে ভেঙে পড়ে ১২ ফুট মিনারটি। তাজমহলের প্রধান প্রবেশদ্বার- দরজা-ই-রওজা নামে পরিচিত।এটি প্রধানত মার্বেল পাথরের তৈরি। এর নকশায় প্রথম দিকের মোগল সম্রাটের স্থাপত্য কীর্তির ছাপ পাওয়া যায়। এর আগে ২০১৬ তে তাজের একটি মিনার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সম্প্রতি তাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিশ্ববিখ্যাত স্মৃতি সৌধে তিন ঘন্টার বেশি কোন দর্শনার্থী থাকতে পারবে না। কারণ এত মানুষের ভার নিতে অক্ষম ১৭ দশকের তৈরি তাজমহল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...