আগামী ৭২ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রাজ্যে

আগামী ৭২ ঘন্টায় দক্ষিণ বঙ্গ সহ সারা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশ ও মায়ানমার উপকূলের উপর একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খন্ড এর উপর দিয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যাবে। এর ফলেই এই বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জি কে দাস জানান। আবহাওয়াবিদ সুজিব কর জানিয়েছেন,  'বুধবার বেলা ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টিপাত হবে। এ ছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর জেলায় আগামী ৪৮ ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।"

মূলত নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত হবে বলে সুজিব কর জানিয়েছেন। তার সঙ্গে এখন বর্ষাকাল বলে মৌসুমী বায়ু সক্রিয় থাকে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ছে। এর ফলে দক্ষিণবঙ্গের নদীগুলির জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সুজিববাবু জানান।

এদিকে আবহাওয়া দপ্তররের পক্ষ থেকে মৎস্যজীবীদের এই সময় নদী এবং সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...