একটানা বৃষ্টিতে বানভাসি কলকাতা, আজও দিনভর

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শুক্রবার দুপুর থেকে নাগাড়ে হয়ে চলা  ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা।  সারা রাত ভারি বৃষ্টিতে শহরের বেশির ভাগ রাস্তায় জল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে, তার জেরেই এই বৃষ্টিপাত। মৌসুমি অক্ষরেখা ওড়িশা-বিহার হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করেছে। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই  ভারী থেকে মাঝারী বৃষ্টিপাত চলবে।  আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১১৬-৩ মিমি। 

দক্ষিণবঙ্গ এবং অন্যান্য জেলাগুলিতেও প্রভাব পড়েছে। উত্তরবঙ্গও নিম্নচাপের প্রভাব থেকে বাদ নেই । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

উত্তর-মধ্য-দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। স্ট্যান্ড রোড, মহাত্মাগান্ধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, বেহালা, খিদিরপুর,  আলিপুর, একবালপুর, এজেসি বোস রোড, পার্কসার্কাস, পার্ক স্ট্রিট,  মতো গুরুত্বপূর্ণ এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক মাত্রায় যানজটের মুখে পড়তে হয়েছে শহরবাসীকে। 

কলকাতা পুরসভা কন্ট্রোল রুম চালু করেছে। জলমগ্ন এলাকায় পাম্পে করে জল সরানোর কাজ চলছে।

প্রবল বৃষ্টির কারনে বিমান পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে । কলকাতা বিমানবন্দরে  জল জমে যাওয়ায় উড়ান অবতরণও ব্যহত হয়। বৃষ্টির জেরে হাওড়া ও শিয়ালদহ শাখায় দেরিতে চলছে ট্রেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...