বিগত কয়েকদিন ধরে কাশ্মীরে তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সেখানকার স্থানীয় প্রশাসন। কাশ্মীরে তাপমাত্রা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জুলাই মাসে সেখানে সারাবছরের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি থাকে, কিন্তু বিগত কিছুদিন ধরে সেটি প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তাই ছাত্রদের শরীরের কথা ভেবে ৩০ শে জুলাই অবধি স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
কাশ্মীরের তাপমাত্রা সারাবছর ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকে এবং জুলাই মাসের গরমে তা বেড়ে সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকে। কিন্তু আগামী রবিবার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়ে যায়, যা বিগত কিছু বছরের মধ্যে সবথেকে বেশী। এর আগে ১৯৯৯ সালের ৯ই জুলাই শেষ বার তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি হয়েছিল এবং ১৯৪৬ সালে ৩৮.৩ ডিগ্রিতে পৌঁছেছিল। তাই প্রায় ২৫ বছর পর এই পরিমাণ তাপমাত্রা বাড়ল কাশ্মীরে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী ২৯ এবং ৩০, এই দুইদিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে। তবে সেটি শুধুমাত্র পঞ্চম শ্রেনীর বাচ্চাদের জন্য প্রযোজ্য। তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না। তারা নিয়ম মতন স্কুলে আসবে। সরকারি এবং বেসরকারি স্কুল, উভয় ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।
প্রসঙ্গত, বিগত কিছু বছর ধরে তাপমাত্রা যেমনভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, তাতে চিন্তিত বিশেষজ্ঞমহল। এই বছরে দিল্লি, মুম্বাই, কলকাতা সহ বেশ কিছু বিগ সিটিতে তাপমাত্রা বাড়ার কারণে হিট স্ট্রোকে মারা গেছে মানুষ এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে কিছু শহর বর্ষা আসার ফলে স্বস্তির নিশ্বাস ফেললেও, গরমে নাজেহাল কাশ্মীরবাসী।