স্বাস্থ্যসাথী প্রকল্পে কোন হাসপাতাল কত ভালো কাজ করেছে, সেই ভিত্তিতে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালগুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। জানা গেছে, গত তিন বছরের কাজের ভিত্তিতে নির্বাচিত হাসপাতালগুলিকে পুরস্কৃত করবে কমিশন। এ বিষয়ে বেসরকারি হাসপাতালগুলির কাছে গত তিন বছরের পরিষেবার তথ্য-পরিসংখ্যান চাওয়া হয়েছে।
সোমবার রাজ্যের ৪৭টি বড় বেসরকারি হাসপাতালকে নিয়ে নিউ টাউনের প্রিয়ংবদা বিড়লা নার্সিং কলেজের সভাঘরে বৈঠকে বসেছিল কমিশন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।
তবে এই বৈঠকে হাসপাতালগুলির দিকে ওঠা রোগীদের অভিযোগের দিকও উঠে এসেছে। বিভিন্ন সময়ে রোগীরা হাসপাতালগুলিতে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ দায়ের করে। এই বিষয় নিয়ে হাসপাতালগুলির নিজস্ব অভিযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে কমিশন। প্রতিটি বেসরকারি হাসপাতালকে তাদের শয্যাসংখ্যার অন্তত ১০ শতাংশ বেড স্বাস্থ্যসাথীর জন্য বরাদ্দ করার পরামর্শ দেন চেয়ারম্যান।
এছাড়াও চিকিৎসার জন্য যাবতীয় খরচ যুক্তিযুক্ত ও ন্যায্য করার প্রস্তাব দিয়েছে কমিশন। পাশাপাশি, কমিশনের কাছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে হাসপাতালের মান অনুযায়ী খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার আর্জি জানিয়েছে হাসপাতালগুলির একাংশ।