বাঁচতে শিখতে হবে করোনার সঙ্গেই

নির্ভর যোগ্য ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই কোনদিন শেষ হবে। এই ভাইরাসকে সঙ্গে নিয়েই কী করে নিজে কে বাঁচিয়ে চলতে হয় তাই শিখতে হবে মানুষকে। এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রক। স্বাস্হ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল জানিয়েছেন, কী করে করোনাকে সঙ্গে নিয়েই চলতে হয় তাই শিখতে হবে আমাদের। এই মুহূর্তে দেশের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোশ্যাল ডিস্টেনসিং এবং স্যানিটেশন জীবনযাত্রার অঙ্গ হয়ে উঠতে চলেছে। আগামী জুন-জুলাইতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে চলেছে বলে জানিয়েছেন এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। গত এক সপ্তাহে বেড়েছে মৃত্যুহারও। কেন্দ্র নজর রাখছে প্লাজমার প্লাসিড ট্রায়ালের ওপর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...