প্রতি বছরের মত এবারও বেসরকারি হাসপাতালের উদ্যোগেই আয়োজিত হল স্বাস্থ্য মেলা। ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতাল এই বার্ষিক স্বাস্থ্য মেলা আয়োজন করেছিল। জানা গিয়েছে, জেমস লং সরণির বেসরকারি হাসপাতালে রবিবার বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আসেন সব বয়েসের লোকেরা। এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহন করে স্কুলের ছাত্রছাত্রীরা। এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজির ছিলেন হাসপাতালের চিকিৎসকরা।এই মেলার প্রসঙ্গে এক জন রোগী বলেন, তিনি প্রতি বছর তার পরিবারের সাথে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আসেন। কারণ স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত চেক আপ অত্যন্ত প্রয়োজনীয়।
ওই দিন বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর চিকিৎসক দেবাশিস রায় জানিয়েছেন, এই শিবিরের লক্ষ্য ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। আর এর পাশাপাশি এই পরীক্ষার দ্বারা একজনের হার্টের অবস্থা ঠিক কেমন তাও জানা যাচ্ছে। তবে এই দিনের বিশেষ স্বাস্থ্য পরীক্ষার শিবিরের অন্যতম আকষর্ণ ছিল ডাক্তারি পড়ুয়া নন এমন কিছু পড়ুয়াদের বিপদের সময় কি ভাবে প্রাণ বাঁচাবেন তার পাঠ দেওয়া। তবে উক্ত বিষয়ে ব্রতচারী বিদ্যাশ্রম হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে পরিবারের বা আপনজনদের প্রাণ বাঁচাতে এই বিশেষ স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা বেশ কাজে দেবে। তবে হাসপাতলের চেয়ারম্যান চিকিৎসক দয়ানাথ মিশ্র বলেন, মানবিকতার স্পর্শে মানুষের সব করা, আর এই বিশেষ মন্ত্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এমনটাই তিনি জানান। তবে এই শিবির শহরের মানুষদের বেশ উপকার হবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।