যাত্রীদের গাড়ি সম্পর্কে সতর্ক করবে হেডফোন

পথদুর্ঘটনার অধিকাংশই ঘটে কানে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে চলার কারণে| প্রতিবছর কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে কিংবা গান শুনতে শুনতে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকেন| অত্যধিক জোর শব্দে কানের মধ্যে চলার ফলে পিছনে কোনো যানবাহন হর্ন দিলেও তার শব্দ কান পর্যন্ত পৌছায় না| এরফলে মাঝে মধ্যেই ঘটে যায় নানা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে রেলে কাটা পড়ার মতো ঘটনা|

জানা গেছে, পথচলতি মানুষ যারা হেডফোন কানে লাগিয়ে রাস্তায় চলার ফলে মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে মৃতের সংখ্যা আমেরিকায় সবচেয়ে বেশি| জানা গেছে, ২০১৮ সালে আমেরিকার এইজাতীয় মৃত্যুর হার বেড়েছে|এইসব ঘটনার পুনরাবৃত্তি আটকানোর জন্য একদল বিজ্ঞানী সম্প্রতি আবিষ্কার করেছেন এক বিশেষধরনের হেডফোন যা গাড়ির চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে গেলে ততক্ষনাত চালককে সতর্ক করবে|

কলম্বিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের প্রকাশিত হওয়া একটি আর্টিকেল থেকে জানা গেছে, এই হেডফোনগুলির মধ্যে লাগানো রয়েছে সুক্ষ্ম মাইক্রোফোন এবং ইন্টেলিজেন্ট সিগনাল প্রসেসিং সিস্টেম| এই দুটি ডিভাইসই রাস্তায় চলাচল করা যানবাহনের শব্দ ধরে চালকের কান পর্যন্ত পৌঁছে দেবে| কলম্বিয়া ইউনিভার্সিটির ডেটা সায়েন্স ইনস্টিটিউটের একদম বিজ্ঞানী যারা এই নতুন হেডফোন ডিভাইস তৈরির পিছনে রয়েছেন তারা নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় এই ডিভাইস পরীক্ষা করে দেখছেন| শুধু গাড়ির চালকই নয়| পথচারীরাও ব্যবহার করতে পারবেন এই হেডফোন| তাদের ক্ষেত্রেও রাস্তা দিয়ে গাড়ির শব্দ ধরে সেই সংকেত দেবে এই হেডফোন|   

এটা শেয়ার করতে পারো

...

Loading...