নিজের গ্রামে তিনি ‘রবিন হুড’

নিজের গ্রামে তিনি ‘রবিন হুড’

দস্যুর আটষট্টি -তে পা

জঙ্গলের চারপাশ ঘিরে ফেলেছে স্পেশাল টাস্ক ফোর্স। পালাবার কোনও উপায় নেই।হঠাৎ তাঁর পকেট থেকে বেরিয়ে এল একটা মোবাইল ফোন যা সেই সময় পুলিশ ও সামরিক বাহিনীর অফিসার ছাড়া আর কারও কাছে থাকার কথা নয়।ফোনের ওপারে প্রভাবশালী একজন মন্ত্রী। হুকুম এল বন্দুক নামিয়ে নেওয়ার। তাক লাগিয়ে ফস্কে গেলেন তিনি।

কুস মুনিসামি বীরাপ্পন, যিনি চন্দন দস্যু বীরাপ্পন নামেই বেশী চর্চিত।জন্ম ১৯৫২, গোপিনাথাম জেলার এক প্রত্যন্ত গ্রামে।

মাত্র ১০ বছর বয়সেই গুলি করে একটি হাতি মেরে ফেলেছিল ‘চন্দন দস্যু’ বীরাপ্পন। ১৭ বছর বয়সে প্রথম হত্যা। তাঁর কর্মকান্ড অনায়াসে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে হিন্দী ছবির হাড় কাঁপানো ভিলেন কে।

FotoJet - 2020-01-18T170823.928

একসময় তাঁর নাম ঘুম কেড়ে নিয়েছিল দেশের প্রশাসনের। ১৮৪ জনকে খুন, এর মধ্যে ৯৭জন পুলিশ ও বন-আধিকারিক। গোটা জীবনে মেরেছেন কম করে হাজার খানেক হাতি। পাচার করেছেন কয়েক হাজার টন চন্দন কাঠ এবং হাতির দাঁত।সে সময়ে এর বাজার মূল্য প্রায় দুই কোটি মার্কিন ডলারেরও বেশী!হ্যাঁ, মাথা ঘুরে যাওয়াটা স্বাভাবিক।

তামিলনাড়ু-কর্নাটক সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ৪০ কোটি টাকা।বীরাপ্পনকে হত্যা করতে শুরু করা হয়েছিল ‘অপারেশন কোকুন’। বছরের পর বছর ধরে চলে এই অপারেশন। ‘অপারেশন কোকুন’ ভারতের ইতিহাসে অন্যতম খরচাসাপেক্ষ অভিযান। ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছিল সেই সময়েই।

সাধারণত ভিলেন হিসাবে পরিচিত হলেও, নিজের গ্রামে তিনি ‘রবিন হুড’ । গ্রামের গরিব মানুষদের অর্থ দিয়ে সাহায্য করা থেকে শুরু করে, সবার খোঁজ খবর রাখতেন বীরাপ্পন। বিপদে পড়ে হাত পাতলে কোনও দিন ফিরিয়ে দেননি।

গ্রামের একজন সাধারন ছেলে থেকে মোস্ট ওয়ান্টেড  - এই ভয়ঙ্কর পতনের কারণ ঘিরে রয়েছে অনেক জল্পনা- বিতর্ক।

কর্নাটক সীমানা লাগোয়া ছোট্ট শহর মেত্তুর। সেখান থেকে কর্নাটকের দিকে আরও ১০ কিলোমিটার এগিয়ে গেলে মুলাকাড়ু গ্রাম। ওই গ্রামেরই এক প্রান্তে অনাড়ম্বরভাবে শুয়ে আছেন কুখ্যাত বীরাপ্পন।আজও পাহাড়ের দমকা হাওয়াকে উপেক্ষা করে তাঁর সমাধিতে মোমবাতি জ্বালান স্থানীয় লোকেরা।

birappa home

সমাজ ও প্রতিকূল পারিপার্শ্বিক মানুষকে অনেক সময় বেপথু করে।  কারুও কারুও ক্ষেত্রে সে পথ হয়ে ওঠে অপরাধ সংকূল। কয়েক বছর আগে রাম গোপাল বর্মা তাঁর জীবন কে কেন্দ্র করে একটি ছবির নির্মাণ করেছিলেন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...