আবার দেখা যাবে ‘হি-ম্যান’-কে

কার্টুন দেখতে কার না ভালো লাগে? কাজের ফাঁকে কি আপনি কখনো রিমোট নিয়ে কার্টুনের চ্যানেল গুলো স্ক্রোল করেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনার মনের মধ্যে কোথাও এখনও কার্টুন দেখার ইচ্ছা সঞ্চারিত হয়। ছোটবেলার দিনে ফিরে যেতে ইচ্ছা করে। 

কিন্তু সেটা তো করা সম্ভব নয়| তবে সব জিনিসেই যেমন বদল আসে কার্টুনেও তা আসবে না কেন? কার্টুনের মধ্যে যতই বদল আসুক সেগুলো আমাদের প্রিয় ছিল আর থাকবেও| তবে এবার নতুন সব কার্টুনের মাঝে পুরোনো কার্টুনের ফ্লেভার নিতে পারবেন অনায়াসেই...ভাবছেন কত পুরনোর কার্টুনের কথা বলা হচ্ছে

এই ধরুন ১৯৮০ দশকের ফ্রাঞ্চাইজি কার্টুন... নামেতেই যার পুরুষ-প্রাধান্য... না না কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন সংক্রান্ত বিষয় এটি নয়! 

বাচ্চাদের মধ্যে উত্তেজনা জাগিয়ে তোলা এই কার্টুনটি ফিরে আসছে নেটফ্লিক্স-এ| কার্টুনটির নাম হি-ম্যান’... যা ১৯৮৩ সালে মনুষের মন জয় করেছিলো| এর দ্বিতীয় সিজনটি ১৯৮৪ থেকে ১৯৮৫ অবধি চলেছিল| ফিল্মমেকার কেভিন স্মিথ গ্রেস্কুলের ক্ষমতাসম্পন্ন এই সিরিজটি নিয়ে আসছেএই নতুন সিরিজ নাম হবে মাস্টার্স অফ ইউনিভার্স: রেভেলেশন’| জানা গিয়েছে, সিরিজটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এবার|

সূত্রের খবর, কেভিন স্মিথ এই সিরিজটিতে শোরানার ও এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে কাজ করবেন| তিনি জানিয়েছেন, ম্যাটেলের বিশ্বব্যাপী মহাকাব্যের সেই ৩৫ বছর বয়েসের গ্লোবাল হি-ম্যান টয় ফ্রাঞ্চাইজির একটি পুরোপুরি আসল গল্প দেখানো হবে| তিনি আরো জানিয়ছেন, ম্যাটেল টিভি নেটফিক্স গ্রেস্কুলের এইরকম রহস্যময় সিরিজে তাঁকে যুক্ত করে তাঁর ওপর ভরসা করাতে তিনি কৃতজ্ঞ| এই রেভেলেশনে, তাঁরা এই সিরিজটি যেখানে সমাপ্ত হয়েছিল সেখান থেকেই শুরু করবেন, যা হি-ম্যানস্কেলেটরের অন্তিম যুদ্ধ অবধি যেতে পারে| তাঁর মতে একটি বাচ্চা হিসাবে মাস্টার্স অফ ইউনিভার্স এর গল্প দর্শক সর্বদাই চাইতেন|

আশা করা যাচ্ছে, থেকে ৮০ সকল দর্শককেই এই সিরিজটি আকর্ষিত করবে, কারণ নতুন প্রজন্ম যেমন এটি নতুন করে দেখে আনন্দ পাবে, একইভাবে পুরোনো প্রজন্ম তাঁদের ছোটবেলার স্মৃতিচারণ করবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...