আমাদের মৌলিক প্রয়োজন গুলির মধ্যে একটি হলো খাওয়া| কিন্তু এই ‘বেসিক নিড’-টি পূরণ করতে অনেকেই সঙ্গী খোঁজে| কেউ কেউ বাড়ির বাইরে থাকলেও, বাড়ির পরিজনদের খাওয়ার সময় ঠিক মিস করেন| আমরা আসলে সবাই একাকীত্ব থেকে পালাতে চাই| একা খেতে অরুচি থাকে অনেকেরই| কিন্তু ওই বললাম, বাধ্য হয়ে খেতে হয়। কাজের সূত্রে অনেককেই আজকাল বাড়ি থেকে দূরে থাকতে হয়, সেক্ষেত্রে অনেকেই পোষ্য রাখেন। অফিস থেকে ফিরে পোষ্যের সঙ্গে কথা বলে মন হালকা করেন। অনেকে তো খাবার সময় কেউ না থাকলে পোষ্যের সঙ্গেই কথা বলতে বলতে খান। কিন্তু যদি কোনো হোটেল রেস্তোরাঁতে একা খেতে যান, সেখানে কি একাকীত্বের থেকে পালাতে পারবেন|?
আজ এমনি এক রেস্তোরাঁর সন্ধান দেব আপনাকে যেখানে যদি আপনি একা খেতে যান তাহলে আপনার সঙ্গী হিসাবে থাকবে একটি মাছ....
কি অবাক হচ্ছেন?
হ্যাঁ, এটাই সত্যি... সম্প্রতি ইন্টেল কোম্পানির সেলস এন্ড মার্কেটিং গ্রুপের এমডি, প্রকাশ মাল্ল্য সোশ্যালমিডিয়ায় একটি পোস্ট করেন, যা ভাইরাল হয়| মুম্বাইয়ের ‘ট্রাইডেন্ট বান্দ্রা কুর্লা’ কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় তিনি একা খেতে গিয়েছিলেন| সেখানের স্টাফরা যখন লক্ষ্য করেছিলেন তিনি একা খেতে এসেছেন, তাঁরা প্রকাশের টেবিলে কন্টেনারে থাকা একটি গোল্ডফিশ রেখে যান, যাতে রেস্তোরাঁতে আগত মানুষটি একাকীত্ব অনুভব না করেন। টুইটারে করা ওই পোস্টে তিনি ওই রেস্তোরাঁর এই সুন্দর ও চিন্তাশীল মনোভাবের প্রশংসা করে বলেন, এরকম ঘটনা তাঁর সঙ্গে এর আগে কখনো হয়নি।
Land in Mumbai, walk into the hotel restaurant for a quick meal. The hotel staff come by to leave this on my table as company given I was eating alone. So nice & thoughtful and something that’s never happened in all my travel thus far😊! #CustomerExperience pic.twitter.com/YCsL5riQWK
— Prakash Mallya (@PrakashMallya) August 7, 2019
পোস্টটি ১৪ হাজার লাইক ও ২.৪ হাজার রি-টুইট হয়েছে। এছাড়াও নেটিজেনদের কমেন্ট প্রায় সাড়ে তিনশো ছাড়িয়ে গেছে।
I love this idea and would enjoy it if it happened to me as I stay away alone regularly for work! 🐠 https://t.co/laU6JSwYeD
— Lizzie Hudson (@LizzieInstarmac) August 8, 2019
কেউ কেউ প্রশংসা করেছে এই উদ্যোগের...সেখানেই আবার কোনো কোনো নেটিজেন ওই গোল্ডফিশের সুরক্ষা ও যত্ন নিয়ে নানান পরামর্শ দিয়েছেন| এর উত্তরে ‘ট্রাইডেন্ট বান্দ্রা কুর্লা’-র তরফ থেকেও বলা হয়েছে যে তারা এই পরামর্শগুলি মাথায় রাখবে, আর এটাও জানানো হয়েছে, মাছগুলির যথাযথ খেয়াল রাখেন তাঁরা|