আইপিএল-এ হ্যাটট্রিক

আইপিএলে ছয় বা চার তো অনেক খেলোয়াড়-ই মারতে পারে। অনেক বোলার উইকেটও পান। তবে যেটা চট করে আইপিএলে আমরা দেখতে পাই না তা হল হ্যাটট্রিক। আজকে সেই বিষয় নিয়েই একটু আলোচনা করব- কোন বছর কেমন হ্যাটট্রিক হয়েছে, এবং কে কে করেছেন।

 

২০০৮

  • লক্ষিপতি বালাজি – চেন্নাই সুপার কিংস – কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।
  • অমিত মিশ্র – দিল্লি ডেয়ারডেভিল্স – ডেকান চার্জাসের বিরুদ্ধে।
  • মাখায়া এনতিনি – চেন্নাই সুপার কিংস – কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

২০০৯

  • যুবরাজ সিং – কিংস ইলেভেন পাঞ্জাব – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
  • রোহিত শর্মা – ডেকান চাজার্স – মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
  • যুবরাজ সিং – কিংস ইলেভেন পাঞ্জাব – ডেকান চার্জার্সের বিরুদ্ধে।

২০১০

  • প্রভিন কুমার – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – রাজস্থান রয়্যাল্সের বিরুদ্ধে।

২০১১

  • অমিত মিশ্র – ডেকান চাঞ্জার্স – কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।

২০১২

  • অজিত চান্ডিলা – রাজস্থান রয়্যাল্স – পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে।

২০১৩

  • সুনিল নারাইন – কলকাতা নাইট রাইডার্স – কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।
  • অমিত মিশ্র – সানরাইজার্স হায়দ্রাবাদ – পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে।

২০১৪

  • প্রভিন তাম্বে – রাজস্থান রয়্যাল্স – কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
  • শেন ওয়াটসন – রাজস্থান রয়্যাল্স – সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।

২০১৬

  • আক্সার প্যাটেল – কিংস ইলেভেন পাঞ্জাব – গুজরাত লায়ন্সের বিরুদ্ধে।

২০১৭

  • স্যামুয়েল বদ্রি – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালের – মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
  • অ্যানড্রু টাই – গুজরাত লায়ন্স – রাইজিং পুনে সুপারজায়েন্টসের বিরুদ্ধে।
  • জয়দেব উনাডকট - রাইজিং পুনে সুপারজায়েন্টস – সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।

২০১৯

  • স্যাম কুরান – কিংস ইলেভেন পাঞ্জাব – দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...