খেলো ইন্ডিয়া পুরুষদের অনুর্ধ ১৭ হকি টুর্ণামেন্টের ফাইনালে জয় পেল হরিয়ানা। পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে এই খেতাব জিতল তারা। ৪০ মিনিটের মাথায় হরিয়ানার হয়ে একমাত্র গোলটি করে সহিল শর্মা। ম্যাচের প্রথম দিকে দুই পক্ষের কাছে সুযোগ আসলেও বারবার প্রতিহত হতে হয়েছিল প্রতিপক্ষের ডিফেন্সে। তার কিছুটা ব্যাতিক্রম ঘটে খেলা যখন ৪০ মিনিটের মাথায় যায়। নিজেদের বক্সে অবৈধ ফাউল করে বসে পাঞ্জাব। যার ফলে পেনাল্টি কর্ণার পায় তাদের দক্ষিনী প্রতিপক্ষ। আর এই সুযোগ হাতছাড়া করেনি সহিল শর্মা। গোল করে দলকে চ্যাম্পিয়নের খেতাব এনে দেন তিনি।