আমাদের প্রিয় এই বাংলা, আর এই বাংলার রয়েছে এক সুপ্রাচীন ইতিহাস। আর সেই ইতিহাসকেই নিজেদের থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে হারু চন্দ্র স্পোর্টিং ক্লাব।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে হাজির হয়েছিল হারু চন্দ্র স্পোর্টিং ক্লাবের সদস্যরা। সঞ্চালক শ্রেষ্ঠার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সদস্য প্রসেনজিত দাস, ক্লাবের থিম আর্টিস্ট ও সদস্য পরেশ নস্কর এবং যুগ্ম সম্পাদক সঞ্জীব দাস।
থিম নিয়ে মানুষের আগ্রহ থাকে চরমে। কিন্তু সেই থিমের বিবরণ সুন্দরভাবে যদি দেওয়া যায় তাহলে তা বিশেষ নজর কাড়ে তা বলাই বাহুল্য। ক্লাবের থিম মেকার পরেশ নস্কর কবিতার ছন্দে শেয়ার করলেন তাদের থিম। ‘প্রাচীন বাংলা চিনবো আমরা, নব্য বাংলায় বসে। হারু চন্দ্র করেছে প্রয়াস, কোমর বেঁধে কষে।’
এই বছর নিজেদের পুজোর ৩৭তম বার্ষিকীতে পুরোনো বাংলাকে তুলে ধরার প্রয়াস করতে চলেছে হারু চন্দ্র স্পোর্টিং ক্লাব। পুজোর চারদিন ভোগ ও নবমীতে পাড়ার প্রতিটি বাড়িতে খিচুরি পাঠিয়ে এলাকার সকলকে এক করার যে কাজ তা নিশ্চিত করতে চেয়েছে ক্লাবের সদস্যরা।
দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামবেন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। সেখান থেকে সরশুনা গামী কোনও বাসে উঠে নামবেন সরশুনা কলেজ বাস স্ট্যান্ডে। সেখান থেকে কি