নতুন বছর আসতে আর ২৮ দিন বাকি। কিছুদিন আগেই আমরা ‘মেন ইন ব্লু’-এর খেলায় মগ্ন ছিলাম। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের মরশুম শুরু হতে চলেছে। ঘরের মাঠেই খেলা শুরু করবে ‘ওমেন ইন ব্লু’ দল।
প্রথমে ইংল্যান্ডের সাথে। তারপর অজি দল অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথে।
জানা গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলা হবে, সাথে একটি টেস্ট ম্যাচও খেলবে ভারত দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রয়েছে একটি টেস্ট ম্যাচ।
এই পাঁচ ম্যাচের জন্য নির্বাচকরা ভারতীয় দল ঘোষণা করলেন।
জানা গিয়েছে টেস্ট এবং টি-টোয়েন্টি ম্যাচে, দুটোতেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর এবং তাঁর ডেপুটি হিসাবে নির্বাচত হয়েছেন স্মৃতি মান্ধানা।
চলতি বছরের ৬ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলবে হরমনপ্রীতদের দল। এরপর জানা গিয়েছে ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে টেস্ট ম্যাচ। সেখানে দিন তিনেক বিরতির নিয়েই, ২১ ডিসেম্বর ওয়াংখেড়েতেই ফিরেই অজি দলের সাথে টেস্ট খেলবেন হরমনপ্রীতরা।
২০১৪ সালে শেষ লাল বলের ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেটের মহিলা দল। চলতি বছর ফের ঘরের মাঠে খেলবে তাঁরা। গত নয় বছরে ওমেন ইন ব্লু মাত্র দু’টি টেস্ট ম্যাচ খেলেছে। ভারতীয় সমর্থকরা ‘ওমেন ইন ব্লু’র ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্যে প্রস্তুত। শুধু শুরু হওয়ার অপেক্ষা।