হরিশ পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

থিমের ভিড়ে দর্শনার্থীদের একপ্রকার মাথাই নষ্ট বলা যেতে পারে। কোন দিক দিয়ে গেলে কোন পুজো পড়বে, কোন রাস্তা ধরলে বেশি থিম দেখা যাবে – এসব নিয়ে রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি করে ফেলছে বাঙালি। যা হার মানিয়ে দেবে পুলিশের পুজো রোডম্যাপকেও। কিন্তু এত থিমের ভেতরেও কিন্তু সাবেকি পুজোর আলো জ্বলছে। টিমটিম করে হলেও আজও সাবেকি পুজোর মহিমা আলাদা। আর সেই সাবেকিয়ানাকে ধরে রেখে চলেছে হরিশ পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতি

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় উপস্থিত ছিল হরিশ পার্ক সার্বজনীন দুর্গোতসব সমিতি। জিয়ো বাংলাস্টুডিওতে সঞ্চালক সিঞ্চিতার সাথে কথা বললেন ক্লাবের সম্পাদক সায়ন ভট্টাচার্য এবং সদস্য ইমন মুখার্জীঋত্বিক দে

এই বছর হরিশ পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো ৮০তম বর্ষে পড়তে চলছে। অন্যান্য পুজোর মত থিম পুজোর গতানুগতিকতায় না গিয়ে একেবারে সাবেকিয়ানা ধরে রেখেছে তারা। বিশিষ্ট প্রতিমা শিল্পী মোহনবাঁশি রুদ্রপালের হাত ধরে তৈরি হচ্ছে তাদের পুজোর মায়ের মূর্তি। এছাড়া প্রতিদিনই তাদের মাঠে মন্ডপের পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি অষ্টমীর দিন খিচুরি ভোগের মাধ্যমে পাড়ার সকলের রসনাতৃপ্তি করিয়ে থাকে তারা।

দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামবেন নেতাজী ভবন মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন হরিশ পার্ক সার্বজনীন দুর্গোতসব সমিতির পুজোমন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...