ছোটবেলার নস্টালজিয়া | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

ছোটবেলাটিকেই আমরা সবাই জীবনের শ্রেষ্ট সময় বলে থাকি। বন্ধুদের সাথে মাঠে খেলা, গাছে উঠে আম পাড়া, কিংবা একসাথে পুকুরে সাঁতার কাটা। এমনকি স্কুলে নানা কীর্তি তো থাকবেই। আর বড় হয়ে সেই সমস্ত ‘নস্টালজিয়া’য় ভুগি আমরা সকলেই। কিন্তু কেমন হয় যদি এই নস্টালজিয়াই আমরা আবার ফিরে পাই বাঙালির শ্রেষ্ট উৎসব দূর্গাপুজোয়। সেই সুযোগই এবার দিতে চলেছে হরিদেবপুর আদর্শ সমিতি

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় হাজির হয়েছিল হরিদেবপুর আদর্শ সমিতি। জিয়ো বাংলার স্টুডিওতে সঞ্চালক দীপালির সাথে আড্ডায় বসেছিলেন পুজোর থিম আর্টিস্ট মোহন মন্ডল, ক্লাবের সম্পাদক বিশ্বনাথ গাঙ্গুলি ও সাংস্কৃতিক সম্পাদক মানব গুহ। এই বছর নিজেদের পুজোর ৫১তম বর্ষে এক অভিনব থিম রাখতে চলেছে তারা। এই বছর তাদের থিমের নাম ‘নস্টালজিয়া’। থিম শিল্পী মোহন মন্ডল এর সৃষ্টিকল্পে ছোটবেলার নানা স্মৃতি উঁকি মারবে দর্শনার্থীদের মধ্যে।

অন্যান্য বছরের মত এই বছরেও চতুর্থীতেই নিজেদের পুজোর শুভ উদ্বোধন করতে চলেছে হরিদেবপুর আদর্শ সমিতি। এবছর তাদের উদ্বোধনে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত থাকবেন নানা তারকাবৃন্দ। অন্যান্য পুজোর মত অষ্টমীতেই ভোগ প্রদান করে থাকে তারা। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য আলাদা করে শৌচালয় ও গেটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের সদস্যরা।

তাহলে ছোটবেলার নস্টালজিয়ায় ভুগতে আসতেই হবে হরিদেবপুর আদর্শ সমিতির পুজোয়। দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামতে হবে নেতাজী (কুঁদঘাট) মেট্রো স্টেশনে। নেমে কিছুটা হাটলেই পৌঁছে যাবেন হরিদেবপুর আদর্শ সমিতির পুজোমন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...