৬২ তম বছরে এই ক্লাবের ভাবনায় রয়েছে 'আগন্তুক' | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিল হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব। সঞ্চালক মনীষার সাথে পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে হাজির ছিলেন এই ক্লাবের কার্যনির্বাহী সদস্য শ্রী সুরজিৎ রায়। তিনি জানালেন, ৬২ তম বছরে এই ক্লাবের ভাবনায় রয়েছে 'আগন্তুক'। হঠাৎ আসা অতিথি বা আগন্তুক নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে শিল্পীর মাথায় তা এখনই প্রকাশ্যে আনতে চাননি তিনি। ১৫০ জন সক্রিয় সদস্যের একত্রে পথচলায় দক্ষিণ কলকাতার অন্যতম সেরা ক্লাব হয়েছে হরিদেবপুর ৪১ পল্লী

প্রতিবারই নতুন কিছু ভাবনাচিন্তা করে থাকেন এই ক্লাবের সদস্যরা। তাই এই বছর কি উপহার তারা সাজিয়ে রেখেছেন দর্শকদের জন্য তা জানতে গেলে পৌঁছে যেতেই হবে এই ক্লাবের পূজা মন্ডপে। মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর এই ক্লাবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভিড় সামলানোর জন্য নিজস্ব ভলেন্টিয়ার ছাড়াও এজেন্সি থেকে আরও নিরাপত্তা কর্মী নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো ছাড়াও নানা সামাজিক কাজকর্ম করে থাকে এই ক্লাব। ক্লাবের পক্ষ থেকে প্রতি শুক্রবার স্বাস্থ্যশিবির করার সাথে সাথে বছরে বেশ কয়েকবার চক্ষু পরীক্ষাও করা হয়। প্রথা অনুযায়ী অষ্টমীর দিনেই মায়ের ভোগ দেওয়া হয়। পুজোর কটিদিন মণ্ডপ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক ছাড়াও উপস্থিত থাকবেন একজন ডাক্তার একজন নার্স

এই ক্লাবের থেকে জানা গেছে, সমস্ত দর্শনার্থীদের জন্য বীমার ব্যবস্থাও করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। এই ক্লাবটিতে পৌঁছাতে গেলে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনে। সেখান থেকে করুণাময়ী ব্রিজ ধরে সোজা কিছুটা হাঁটলেই দেখতে পাবেন এই ক্লাবের সুসজ্জিত মণ্ডপটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...