ধোনির সাথে তুলনা চান না তিনি। মনে করেন ধোনির জুতোয় পা গলানো কখনওই সম্ভব নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে হার্দিকের ফিনিশারের ভুমিকা নিয়ে এই কথাই বলেন হার্দিক।
এই বছরই অস্ট্রেলিয়ার আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে ধোনি না খেললে ফিনিশারের ভুমিকায় দেখা যেতে পারে হার্দিক পান্ড্যকে। তাই এখন থেকেই হার্দিকের সাথে তুলনা শুরু হয়ে গেছে ধোনির। তিনি স্পষ্ট বলেছেন ধোনির সাথে আমার তুলনা করা কখনওই উচিত নয়। আমি কখনওই দলে ধোনির জায়গা নিতে পারব না। এই কথা আমি চিন্তাও করি না। আমি শুধু দলের হয়ে ভাল খেলার জন্য মুখিয়ে থাকি।
হার্দিক আরও বলেছেন আমি এখন দলে দ্রুত ফিরতে চাই। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আমি দলের হয়ে নিজের অবদান রাখতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে প্রস্তুত করার কাজে এগিয়ে চলেছি। যাতে বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে দলের হয়ে ভাল পারফর্ম করতে পারি। এই লক্ষ্য নিয়েই প্রতিদিন আরও বাড়তি পরিশ্রম করছেন হার্দিক।